প্রথম দিনের শেষে বিপর্যস্ত ভারত

মার্চ 2, 2023

No tags for this post.
Spread the love

Australia. (Photo Source: BCCI)

প্রথম দুই টেস্টে ভারত খুব সহজেই জয়লাভ করলেও তৃতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড দলে না থাকলেও নিজেদের স্পিন আক্রমণের মাধ্যমেই ভারতীয় দলের ব্যাটিংকে ধরাশায়ী করেছে অস্ট্রেলিয়া। ম্যাথিউ কুহনিম্যান এবং নাথান লিয়নের দুর্ধর্ষ বোলিংয়ের সামনে বেশিক্ষণ টিকতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। কুহনিম্যান ৫টি এবং লিয়ন ৩টি উইকেট নিয়েছেন। টড মারফি ১টি উইকেট পেয়েছেন এবং সিরাজ রান আউট হন।

ভারতের দুই ওপেনার অস্ট্রেলিয়ার পেসারদের সামনে শুরুটা ভালো করলেও স্পিনার আসার পরেই দুজনে উইকেট হারান। এরপর একের পর এক ব্যাটসম্যান আউট হতে থাকে। বিরাট কোহলি ৫২ বলে ২২ রান করেন। এটিই প্রথম ইনিংসে ভারতীয় দলের সর্বোচ্চ ব্যক্তিগত রান। এছাড়া শুভমন গিল ১৮ বলে ২১ এবং শেষের দিকে উমেশ যাদব ১৩ বলে ১৭ রান করেন। বাকি কেউ তেমন রান পাননি। যার ফলে ৩৩.২ ওভার ব্যাটিং করে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণও যে এতোটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা রোহিত বাহিনী আগে বুঝতে পারেনি। তাই ইন্দোরের স্পিন পিচে একেবারে নাজেহাল অবস্থা হয়েছে ভারতের।

অন্যদিকে ব্যাটিং করতে নেমে শুরুতেই ট্রাভিস হেডের উইকেট হারালেও উসমান খাওয়াজা এবং মার্নাস ল্যাবুসেন অস্ট্রেলিয়ার ইনিংসকে সামাল দেন। ল্যাবুসেনের উইকেট নেওয়ার সুযোগ এলেও জাদেজার নো বলের জন্য উইকেট বাতিল হয়। দুজনের মধ্যে ৯৬ রানের পার্টনারশিপ হয়। এর ফলে সহজেই ভারতের রান টপকে ফেলে অস্ট্রেলিয়া। খাওয়াজা ৬০ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। স্টিভ স্মিথ এবং মার্নাস ল্যাবুসেন যথাক্রমে ৩১ ও ২৬ রান করেন। প্রথম দিনের ৪ টির মধ্যে প্রতিটি উইকেটই নিয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম দিনের শেষে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রানসংখ্যা হল ৪ উইকেটে ১৫৬ রান। এই মুহূর্তে ৪৭ রানের লিড রয়েছে অস্ট্রেলিয়া। যদি দ্বিতীয় দিনে ভারত তাড়াতাড়ি উইকেট না ফেলতে পারে তবে দ্বিতীয় ইনিংসে ভারতের সামনে রানের পাহাড় থাকবে, সেটা একদম স্পষ্ট। এই মুহূর্তে পিটার হ্যান্ডসকম্ব ৭ রান এবং ক্যামেরন গ্রিন ৬ রানের সাথে ক্রিজে রয়েছেন। দ্বিতীয় দিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত তাড়াতাড়ি উইকেট ফেলতে না পারলে ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতের মুঠোয় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Looking at the pitch, not only Shami but I think Siraj and Umesh are also rested for this test 😅 #INDvAUS #BGT2023

— Wasim Jaffer (@WasimJaffer14) March 1, 2023

I truly do not believe a first day pitch should turn this much ever. Anywhere. #INDvAUS pic.twitter.com/d7HJE2q7pQ

— Anthony Sherratt (@AnthonySherratt) March 1, 2023

Todd Murphy vs Virat Kohli #INDvAUS pic.twitter.com/LJebJ6i2Nm

— RVCJ Media (@RVCJ_FB) March 1, 2023

The definition of a 50 worth 100. #INDvAUS pic.twitter.com/iNLMRqOcjL

— Adam Collins (@collinsadam) March 1, 2023

One day test match anyone? #INDvAUS

— Brad Hogg (@Brad_Hogg) March 1, 2023

After see today’s Pitch request to BCCI#INDvAUS #BGT2023 pic.twitter.com/9bcjGBTWGZ

— भाई साहब (@Bhai_saheb) March 1, 2023

It is funny how some people defend their team collapsed, thinking another team would do worse. Usman Khawaja is batting on 33, not out against spin. Australia is 71-1 on the same pitch. #IndvsAus #INDvAUS #AusvIND #BGT2023 pic.twitter.com/92vWFpS9zb

— Shaharyar Ejaz 🏏 (@SharyOfficial) March 1, 2023

Labuschagne and Khawaja have forced Rohit to turn to pace on this wicket. Speaks volumes about how well these two have played so far pic.twitter.com/KYY8sti5VY

— Ayan (@ayan_acharya13) March 1, 2023

 

The post প্রথম দিনের শেষে বিপর্যস্ত ভারত appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador