ভারতীয় স্পিনারদের মোকাবিলায় অজি ব্যাটারদের কৌশলে মুগ্ধ পার্থিব পটেল

মার্চ 2, 2023

No tags for this post.
Spread the love

Parthiv Patel. (Image Courtsey: Twitter)

ভারতীয় ব্যাটাররা না পারলেও সেই মঞ্চে অস্ট্রেলিয়ান ব্যাটাররা কিন্তু বেশ ভালই পারফরম্যান্স দেখিয়েছেন। অন্তত দ্বিতীয় দিনের শেষে ইন্দোরে ভারতীয় দলের থেকে অস্ট্রেলিয়া যে এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। অস্ট্রেলিয়ার বোলারপদের পাশাপাশি অজি ব্যাটাররাও এদিন ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছেন। সেটা দেখেই আপ্লুত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পার্থিব পটেল। বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে যেভাবে অস্ট্রেলিয়ান ব্যাটাররা পারফরম্যান্স দেখিয়েছেন সেটা দেখেই খুশি হয়েছেন পার্থিব পটেল।

এদিন অসে্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নিজেদের পাতা ফাঁদে নিজেরাই এদিন পড়েছিলেন ভারতীয় ব্যাটাররা। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনে কার্যত পর্যুদস্ত হয়েছিল টিম ইন্ডিয়ার ব্যাটাররা। অস্ট্রেলিয়ার তরুণ বোলার ম্যাথু কুহ্নেম্যানের স্পিনের জাদুতেই বেসামাল েহয়েছিল ভারতীয় দল। ভারতীয় ব্যাটারদের স্পিনের বিরুদ্ধে এমন ব্যর্থ হতে দেখার পর থছেকেই অস্ট্রেলিয়া শিবিরের দিকে নজর ছিল সকলের।  সেখানেই প্রথম দিনের শেষে অন্তত ফুল মার্কস নিয়ে পাশ করলেন অস্ট্রেলিয়ান ব্যাটাররা।

খোয়াজা, লাবুশানেদের দাপটে দিনের শেষে ৪৭ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া

প্রথম দুই টেস্টেই ভারতীয় স্পিনারদের বিরদ্ধে বেকায়দায় পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতেই পারেননি স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানেরা। কিন্তু এদিন র কোনও ভুল হয়নি। রবীন্দ্র জাদেজার নো বল বাদ দিলে, মার্নাস লাবুশানে এবং ইউসমান খোয়াজার ইনিংসটাই কিন্তু অস্ট্রেলিয়ার ভিকতটা অনেকটা শক্তিশালী করে দিয়েছিল। আর তাতেই আপ্লুত হয়েছেন পার্থিব পটেল। ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে তাদের পারফরম্যান্স খুশি করেছে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটারকে।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “মার্নাস লাবুশানে এদিন একটি শুরুতেই একবার জীবনদান পেয়েছিলেন। তবে এরপর তিনি যে পারফরম্যান্সটা দেখিয়েছিলেন সেখানেই তকাঁর দক্ষতা বোঝা যায়। তিনি ব্যাকফুটেই বেশীরভাগ সময় খেলছিলেন। তবে যখন একেবারে নিশ্চিত হচ্ছিলেন সেই সময় কিন্তু ফ্রন্টফুটে এসে খেলতেও তোনও সমস্যা ছিল না তাঁর। তিনি স্পিনের বিরুদ্ধে কিন্তু সেভাবে খেলেননি। এমন টার্নিং উইকেটে এমনভাবে খেলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়”।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন উসমান খোয়াজা। তাঁর এবং মার্নাস লাবুশানের হাত ধরেই ভারতের বিরুদ্ধে এগিয়ে গিয়্ছিল অজি বাহিনী। এদিন ভারতের স্পিনারদের বিরুদ্ধে অস্ট্রেলিয় ব্যাটারদের সতর্ক থাকার মনোভাবটাই অভিভূত করেছে পার্থিব পটেলকে। প্রথম দিনের শেষে অবশ্য চার উইকেট খুইয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে বড় রানের ইনিংস তারা খেলতে পারে কিনা সেটাই এখন দেখার।

The post ভারতীয় স্পিনারদের মোকাবিলায় অজি ব্যাটারদের কৌশলে মুগ্ধ পার্থিব পটেল appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador