loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টেস্ট, প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণ

ফেব্রু. 9, 2023

No tags for this post.

Team India. (Photo by MUNIR UZ ZAMAN/AFP via Getty Images)

নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। উভয় দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জনের জন্য লড়াইয়ে রয়েছে তাই এই সিরিজটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় দল তাদের শেষ টেস্ট সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে। তবে তারকা খেলোয়াড় জসপ্রিত বুমরাহ, শ্রেয়াস আইয়ার এবং ঋষভ পান্ত বিভিন্ন কারণে এই ম্যাচে থাকছেন না।

অস্ট্রেলিয়ান দল বর্তমান আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে এবং তাদের শেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দুই তারকা পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড চোটের কারণে উদ্বোধনী টেস্ট খেলতে পারছেন না এবং ক্যামেরন গ্রিনও বাদ পড়েছেন। স্পিন শক্তিতেও ভারতের চেয়ে অস্ট্রেলিয়া কয়েক ধাপ পিছিয়ে কারণ ন্যাথান লায়ন ছাড়া বাকীদের টেস্ট ফর্ম্যাটে বিশেষ অভিজ্ঞতা বা সাফল্য কোনোটিই নেই।

ঋষভ পান্তের পরে শ্রেয়াস আইয়ারও একাদশ থেকে ছিটকে যাওয়ায় মিডল অর্ডারে কাকে খেলানো হবে তা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার হিসেবে ঈশান কিষান বা কেএস ভরত যেই খেলুক, তাঁরই টেস্ট অভিষেক হতে চলেছে।

পিচ কন্ডিশন

নাগপুরের ভিসিএ স্টেডিয়ামে পিচ সম্বন্ধে প্রাথমিকভাবে যে আভাস পাওয়া গেছে তাতে বলা যায় যে ঘাসের আস্তরণ থাকলেও নীচের স্তরে পিচ শুকনো দেখায়। ব্যাটাররা প্রথম দিকে রান করার ভালো সুযোগ পাবে, তবে ম্যাচ যত এগোবে স্পিনারদের প্রভাব বাড়তে থাকবে।

উভয় দলের কম্বিনেশন

ভারত

ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা থাকবে ঋষভ পান্তের পরিবর্ত খুঁজে বার করা। শুধু উইকেটকিপার হিসেবেই নন, পান্ত ব্যাটার হিসেবেও দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁর মতো আগ্রাসী ব্যাটার এই মুহূর্তে ভারতের স্কোয়াডে রয়েছেন সূর্যকুমার যাদব, তবে তাঁর এখনও টেস্ট অভিষেক হয়নি। অন্যদিকে, স্কোয়াডে থাকা দুই উইকেটকিপার ঈশান ও ভরত দুজনেই টেস্টে অনভিজ্ঞ। এ ছাড়া ভারত তিন স্পিনার খেলাবে, তা এক প্রকার নিশ্চিত।

সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শুবমান গিল, রবীন্দ্র জাডেজা, কেএস ভরত (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সম্ভবত তিন স্পিনার খেলানোর ঝুঁকি নেবে না, কারণ সেক্ষেত্রে তাদের ব্যাটিং গভীরতা হারাতে পারে। দুজন বিশেষজ্ঞ স্পিনারের পাশাপাশি পার্ট-টাইম স্পিনার হিসেবে ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশনদের উপরে ভরসা করতে পারে অজিরা। স্টার্ক ও হ্যাজেলউডের মতো দুই অভিজ্ঞ পেসার না থাকায় একাদশে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে যাঁর টেস্ট ফর্ম্যাটে গড় ১২.২১।

সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মার্ফি, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড।

ভারত বনাম অস্ট্রেলিয়া হেড-টু-হেড

ম্যাচ – ১০২ | ভারত – ৩০ | অস্ট্রেলিয়া – ৪৩ | ড্র – ২৮ | টাই – ১

সম্প্রচারের বিবরণ

ম্যাচের সময় – ৯ ফেব্রুয়ারি, ভারতীয় সময় সকাল ৯:৩০

টিভি – স্টার স্পোর্টস নেটওয়ার্ক

লাইভ স্ট্রিমিং – ডিজনি+ হটস্টার

The post ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম টেস্ট, প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং সম্প্রচার বিবরণ appeared first on CricTracker Bengali.

Related Posts

ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

ভারত বনাম অস্ট্রেলিয়া, তৃতীয় ওডিআই: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Australia ODI team. (Photo by Pankaj Nangia/Getty Images) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দুর্বিষহ ব্যাটিং পারফর্ম্যান্সের পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ২২শে মার্চ, বুধবার, চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচের আগে উদ্বিগ্ন। সফরকারী অস্ট্রেলিয়া বিশাখাপত্তনমে দশ...

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওডিআই: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় ওডিআই: প্রিভিউ, পিচ কন্ডিশন, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ

Team India. (Photo Source: Twitter/BCCI) ১৭ই মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে অজিদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে প্রভাবশালী পারফর্ম্যান্স দেখিয়ে টিম ইন্ডিয়া জিতেছে। ১৮৯ রান তাড়া করতে নেমে মেন ইন ব্লু প্রাথমিক বিপর্যয় কাটিয়ে পাঁচ উইকেটে জেতার পরে এখন...

আট মাস পরে ওয়ানডে দলে কামব্যাকের দিনে অনবদ্য ক্যাচ জাডেজার

আট মাস পরে ওয়ানডে দলে কামব্যাকের দিনে অনবদ্য ক্যাচ জাডেজার

Catch by Ravindra Jadeja. (Image Source: Twitter) ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা তাঁর অসামান্য ফিল্ডিং দক্ষতার জন্যও পরিচিত এবং আবারও অনবদ্য ক্যাচ নিয়ে তিনি প্রমাণ করলেন কেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ফিল্ডার হিসেবে গণ্য...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy