Indian Women’s Team. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)
হরমনপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বাইয়ের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত টেস্ট ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় মহিলা দল। তাঁর আগে ইংল্যান্ডকেও হারিয়ে অনবদ্য ছন্দে দেখা গেছে ভারতকে। কিন্তু সাদা বলের ক্রিকেটে হঠাৎই তাল কাটলো ভারতের। বৃহস্পতিবার প্রথম একদিনের ম্যাচে তারা ৬উইকেটে হারলো অস্ট্রেলিয়ার কাছে। গতকাল তারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট হাতে নেমে ভারত ৫০ ওভারে ২৮২রান করে ৮উইকেট হারিয়ে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করেন জেমাইমা রদ্রিগেস। তাঁর ৭৭বলে ৮২রানের ইনিংস সজ্জিত ছিল ৭টি অসামান্য বাউন্ডারি দিয়ে।
পরবর্তীতে ন নম্বরে ব্যাট করতে নেমে চমকে দেন পূজা বস্ত্রকর। তিনি ৪৬ বলে ৬২ রানের একটি অপরাজিত ইনিংস খেলে যান।
ইনিংসটি সুসজ্জিত ছিল দুটি ছক্কা ও সাতটি বাউন্ডারি দিয়ে। যদিও এদিন প্রথমেই আউট হয়ে যান শেফালী বর্মা। মাত্র এক রান ঝুলিতে নিয়ে দিনের তৃতীয় ওভারেই তাকে ড্রেসিংরুমে ফিরতে হয়। তাঁর উইকেটটি তুলেছিলেন ডার্সিয়ে ব্রাউন। বাংলার রিচা ঘোষও বিশেষ ছাপ ফেলতে পারেননি। তবুও তিনি নিজের চেষ্টায় দলের স্কোরবোর্ডে ২১টি রান যোগ করেন। ২০বল খেলেও তিনি চার-চারটি বাউন্ডারি তাঁর ব্যাট থেকে আসে। এনাবেল সাদারল্যান্ডের বোলিংয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান। ভারতীয় দলের আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক নিজে। মাত্র ৯ রান খাতায় যোগ করে তিনি অ্যাসলে গার্ডেনারের বোলিংয়ে ফিরে যান। এবং হরমোন আউট হওয়ার পরে পরেই ড্রেসিংরুমে ফিরে যান দলের অন্যতম ওপেনার স্বস্তিকাও। মাত্র এক রানের জন্য তিনি নিজের অর্থ শতরাম থেকে বঞ্চিত হন। জিয়োর্জিয়া ওয়ারহ্যামের অনবদ্য বোলিং এর শিকার হন তিনি। এদিন বিশেষ কিছু করে দেখাতে ব্যর্থ হয়েছেন দীপ্তি শর্মাও। নিজের ব্যক্তিগত ২১ রানের মাথায় আলানা কিংয়ের বোলিংয়ে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান। তবুও শেষ দিকে জেমাইমা ও পূজার আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই ভারত স্কোরবোর্ডে এতটা রান তুলতে সক্ষম হয়। এদিন ভারতীয় দলের রানের গড় ছিল ৫.৬৪।
পরবর্তীতে রান তাড়া করতে নেমে লিচফিল্ড ও পেরি দুজনেই অর্ধশতরান সম্পূর্ণ করেন। পরবর্তীতে তাঁরা আউট হলে বেথ মুনি ও ম্যাকগ্রা ম্যাচ বার করে নিতে সক্ষম হন। পরবর্তীতে ২১ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়া কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে ৬ উইকেটে ম্যাচটি জিতে নেয়।
The post মহিলা ক্রিকেটেও অস্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় appeared first on CricTracker Bengali.