loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

বেন স্টোকসের আইপিএল ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম

মার্চ 2, 2023

No tags for this post.
Ben Stokes and Brendon McCullum. (Photo by Philip Brown/Getty Images)

ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন যে আইপিএল ২০২৩-এ তিনি অংশগ্রহণ করবেন। যদিও তার ফিটনেস জনিত কিছু সমস্যা রয়েছে। তিনি তখনই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে খেলার অনুমতি পাবেন যখন তিনি ফিট হবেন। কারণ ইংল্যান্ডের সামনে রয়েছে অ্যাসেজ সিরিজ এবং তারা চান বেন স্টোকস পুরোপুরি ফিট হয়ে তার জন্য যাতে উপলব্ধ থাকেন।

প্রসঙ্গত উল্লেখ্য, ইংল্যান্ড অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে খেলা রোমাঞ্চকর টেস্টে হাঁটুতে চোট পান। স্টোকসের এই চোট গুরুতর কিনা তা ইংল্যান্ডের দলীয় কার্যকর্তারা পর্যবেক্ষণ করে দেখছেন। যদি তারা দেখেন যে স্টোকস এই মুহূর্তে খেলার জন্য পুরোপুরিভাবে ফিট নন তাহলে এই বছরের আইপিএলে খেলার জন্য তাকে অনুমতি দেবেন না। তাই স্টোকসের আইপিএল খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

তবে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম অধিনায়ক বেন স্টোকসের পাশে দাঁড়িয়েছেন। তিনি মনে করেন আইপিএল খেললে স্টোকসের মনোবল বাড়বে যা অ্যাসেজ সিরিজে দলকে সাহায্য করবে। তাই তিনি চান চারবার আইপিএল ট্রফির বিজেতা ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের হয়ে বেন স্টোকস খেলায় অংশগ্রহণ করুক। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামও একসময় ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।

কোচ ব্রেন্ডন ম্যাকালাম জানিয়েছেন, ” ইংল্যান্ডের অধিনায়ক শক্ত মনের মানুষ এবং তিনি জানেন বড়ো মুহূর্তগুলির জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়। তিনি নিজের জীবনকালে এর মুখোমুখি হয়েছেন, তাই না? তাই আমি এসব ব্যাপারে চিন্তিত নই। সত্যি বলতে, আমি নিজেও তাকে আইপিএলে খেলতে দেখতে চাই এবং যখন তিনি সেখান থেকে ফিরে আসবেন এবং অ্যাসেজের জন্য দলকে নেতৃত্ব দেবেন তখন তার মুখে হাসি থাকবে ও আমরা প্রস্তুত থাকবো।

এছাড়াও তিনি ইংল্যান্ডের টেস্ট দলের ওপেনার জ্যাক ক্রোলির পাশেও দাঁড়িয়েছেন। জ্যাকের টেস্টে সময় খুব একটা ভালো যাচ্ছে না। এমনকি তাকে অনেকে দলের দুর্বলতার কারণ হিসেবেও চিহ্নিত করছেন। ব্যাট হাতে সবসময় রান বানাতে তিনি ব্যর্থ হচ্ছেন। তাই দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠছে। তবে ব্রেন্ডন ম্যাকালাম নিজের বক্তব্যের মাধ্যমে জ্যাকের পাশে দাঁড়িয়েছেন। দলে জ্যাক ক্রোলির কি ভূমিকা সে ব্যাপারেও তিনি স্পষ্ট জানিয়েছেন। তিনি এও বলেছেন যে জ্যাক এখনও তাদের দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তার মতামতের মাধ্যমে একথা স্পষ্ট যে দলে এখনও জ্যাকের জায়গা মজবুত অবস্থাতেই আছে।

Related Posts

গুজরাত টাইটান্সের সাফল্যের কৃতিত্ব হার্দিক ও আশিস নেহেরাকে দিচ্ছেন অনিল কুম্বলে

গুজরাত টাইটান্সের সাফল্যের কৃতিত্ব হার্দিক ও আশিস নেহেরাকে দিচ্ছেন অনিল কুম্বলে

Anil Kumble (Image Source: Twitter) গতবার আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল গুজরাত টাইটান্সের। অভিষেক মঞ্চেই সকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথমবারই চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছিল  গুজরাত টাইটান্স। এবারের আইপিএল শুরু হওয়ার আগেও তারাই ছিল ফেভারিট। গুটরাত াটইটান্সের...

রোহিত শর্মাকে ফিরিয়ে লোকেশ রাহুলের সেলিব্রেশন নকল নভীন উল হকের

রোহিত শর্মাকে ফিরিয়ে লোকেশ রাহুলের সেলিব্রেশন নকল নভীন উল হকের

Naveen Ul Haq. ( Image Source: IPL ) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচের পরই নভীন ফল হকের নাম এখন অন্যতম চর্চায়। বিরাটের সঙ্গে তাঁর সেই দ্বন্দ্ব নিয়ে এখনও চলছে নানান আলোচনা। সেই নভীন উল হক ফের একবার খবরের শিরোনামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে...

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টানা চার ম্যাচে অর্ধশতরানের নজির রুতুরাজ গায়কোয়াড়ের

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টানা চার ম্যাচে অর্ধশতরানের নজির রুতুরাজ গায়কোয়াড়ের

Ruturaj Gaikwad. ( Image Source: twitter ) আইপিএলের মঞ্চে স্বপ্নের ফর্মে এগিয়ে চলেছেন রুতুরাজ গায়কোয়াড়। বিশেষ করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে  তিনি যেন অন্ ফর্মেই রয়েছেন। চলতি আইপিএলে কেরিয়ারের চতুর্থ অর্ধশতকান পেলেন চেন্নাই সুপার কিংসের তারকা ওপেনার রুতুরাজ...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy