তৃতীয় টেস্টে নামার আগে নাইট শিবিরে সতীর্থদের সঙ্গে শ্রেয়স আইয়ার

মার্চ 2, 2023

Spread the love

This content has been archived. It may no longer be relevant

Shreyas Iyer. (Photo Source: Twitter)

আগামী ১ মার্চ ইন্দোরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামবে ভারত। তার আগে অবশ্য ভারতীয় ক্রিকেটারদের হাতে বেশ কয়েকটা দিন সময় রয়েছে। বিশ্রাম নয়, সেই সময়ই নাইট শিবিরে উপস্থিত শ্রেয়স আইয়ার। আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে আইপিএল। তারজন্যই আয়োজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্সের শিবির। সেখানেই ঝটিকা সফরে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার। দলের অন্যান্য সদস্যদের সঙ্গে আলাপ আলোচনার সারার পাশাপাশি বেশ কিছুক্ষণ সময়ও কাটালেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার।

এই মুহর্তে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানে প্রথম টেস্ট খেলতে না পারলেও, তৃতীয় টেস্ট থেকেই ভারতীয় শিবিরে ফিরেছেন শ্রেয়স আইয়ার। টেস্ট সিরিজের পাশাপাশি  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজেও ভারতীয় স্কোয়াডে রয়েছেন েই তারকা ক্রিকেটার। দ্বিতীয় ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে মাত্র আড়াই দিনেই ম্যাচ জিতে নিয়েছিল টিম ইন্ডিয়া।ব এরপরই ভারতীয় দলের ক্রিকেটার সামনে ছিল একটা লম্বা সময়।

চোট সারিয়ে দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফিরেছেন শ্রেয়স আইয়ার

আগাী ১ মার্চ তৃতীয় টেস্টে ফের একবার মুখোমুখি হবে দুই দল। সেই সময়ই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে উপস্থিত শ্রেয়স আইয়ার। গতবারই মেগা নিলামে বিরাট অঙ্কে কলকাতা নািট রািডার্সে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু লিগ পর্ব টপতাতে ব্যর্থই হয়েছিল কলকাতা নাইট রাইডার্স শিবির। এবার অবশ্য নাইট শিবিরে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আইপিএল শুরু হতে বাকি রয়েছে এক মাস। তারই প্রাত মরসুম প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট শিবির। সেই শিবিরেই হঠাত্ উপস্থিত নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আইয়ার।

𝙎𝙝𝙧𝙚𝙮𝙖𝙨 𝙙𝙖 𝙞𝙣 𝙩𝙝𝙚 𝙝𝙤𝙪𝙨𝙚! 🤩@ShreyasIyer15 joins his teammates at the #KKRAcademy camp! 🔥#AmiKKR pic.twitter.com/yJZWLjqc8f

— KolkataKnightRiders (@KKRiders) February 23, 2023

সেখানেই দলের বকি সদস্যদের সময় কাটালেন তিনি। সেইসঙ্গে সকলের সঙ্গে যে আগামীদিনের পরিকল্পনা নিয়েও একপ্রস্ত আলোচনা হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। গতবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। এই মুহূর্তেও দেশের জার্সিতে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। এবারের আইপিএলে তাঁর নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

আসন্ন আইপিএলে মোহালীতে পঞ্জাব কিংসের বিরুদ্ধেই যাত্রা শুরু করবে দুবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আগামী ৬ এপ্রিলই ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে নামবে নামবে কলকাতা নাইট রাইডার্স। সেখানেই শ্রেয়স আইয়ারদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারই কলকাতা শিবিরে এসেছেন লোকি ফার্গুসন, শার্দূল ঠাকুর এবং রহমনুল্লা গুরবাজের মতো ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সিরিজের সঙ্গেই যে শ্রেয়স আইয়ারের আইপিএলের প্রস্তুতিও কার্যত শুরু হয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

The post তৃতীয় টেস্টে নামার আগে নাইট শিবিরে সতীর্থদের সঙ্গে শ্রেয়স আইয়ার appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador