রাঁচির “ক্রিস গেইল” স্থান করে নিলেন গুজরাট টাইটান্সে

ডিসে. 21, 2023

No tags for this post.
Spread the love

IPL Auction. (Image Source: IPL/BCCI)

সৌরভ গঙ্গোপাধ্যায় কথা রেখেছেন কিন্তু ধোনি রাখতে পারলেন না। কুমার কুশাগ্রাকে ৭কোটি ২০লক্ষ টাকায় ঘরে তুললো দিল্লী ক্যাপিটালস। ধোনি এক্ষেত্রে কথা দিয়েছিলেন নিজের শহরের ছেলে রবিন মিঞ্জকে কিনবেন। কিন্তু শেষ পর্যন্ত গুজরাট টাইটান্স কিনে নেয় তাঁকে। গুজরাট নিলামে শেষ অবধি তাঁর জন্য অংশ নিয়ে গেছেন। নিলামে দেখা যায় চেন্নাই রবিনকে নিয়ে লড়াই করেনি।

রবিনের বাবা ফ্রান্সিস কে ধোনি কথা দিয়েছিলেন। পরবর্তীতে ছেলে দল পেয়ে যাওয়ার পর সেই কথা সবাইকে জানায় পিতা ফ্রান্সসিস। তিনি বিবৃতি দিয়ে বলেন, “কয়েকদিন আগে বিমানবন্দরে ধোনির সঙ্গে দেখা হয়েছিল। ধোনি বলেন কোনও চিন্তা করবেন না। কেউ না নিলে আমরা রবিনকে দলে নেবো।” কিন্তু পরবর্তীতে সেটা আর হয়ে ওঠেনি। রবিনের নাম নিলামের শেষের দিকে ওঠে। ততক্ষণে নিজেদের দল ভালোমতো গুছিয়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রবিনকে নিয়ে রীতিমতো লড়াই চলছিল গুজরাট ও দিল্লির মধ্যে। চেন্নাই সেই লড়াইতে আর ঢোকেইনি। ন্যূনতম মূল্য কুড়ি লক্ষ টাকা থেকে শেষ পর্যন্ত ৩কোটি ২০লক্ষ টাকা দাম ওঠে রবিনের। রবিনের বাবা ফ্রান্সিস সেনাবাহিনী দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনিও বহুদিন খেলাধুলার সাথে যুক্ত ছিলেন ও ক্রীড়ায় প্রতিভা থাকার কারণেই তিনি চাকরি পান। ছেলে রবিনেরও ছোট থেকে খেলায় বিশেষ ঝোঁক ছিল। কিন্তু তিনি মূলত ক্রিকেট খেলা শুরু করেন ধোনিকে দেখে। ধোনির মতোই একজন অসাধারণ ব্যাটসম্যানকে তিনি অনুকরণ করতে শুরু করেন। এর পাশাপাশি শান দিয়ে যান উইকেট রক্ষকের দক্ষতায়।

 রাঁচির সনেট ক্রিকেট ক্লাবের দীর্ঘদিন অনুশীলন করে এসেছেন রবিন। তার কোচ আসিফ হক জানিয়েছেন সবাই রবিনকে ক্রিস গেইল বলে ডাকতেন। রাঁচির ক্লাবের কোচ আসিফ নির্দ্বিধায় জানান,

” আমরা ওকে রাঁচির গেইল বলে ডাকি।”

২০০র বেশি স্ট্রাইক রেটে ও রান করতে সক্ষম। পাশাপাশি একজন দুর্ধর্ষ বাঁ হাতি ব্যাটসম্যান। ক্রিস গেইলের মতোই বিশাল বিশাল ছক্কা মারতে ওর জুড়ি মেলা ভার।” ধনীকে আদর্শ করে খেলা শুরু করার রবিন ধোনির দলে যদিও জায়গা পাননি, তবুও কোচ আসিফ মনে করছেন তিনি সৌরভ গাঙ্গুলির তত্ত্বাবধানে যথেষ্ট ভালো খেলবেন। তার মতে ধোনির মতোই এক তরুণ প্রতিভা আগামী দিনে জাতীয় দলের জার্সিতে দেশ পেতে চলেছে। নতুন দলে প্রিয় ছাত্রের জায়গা হওয়ায় যথেষ্টই আশাবাদী রবিনের ছোটবেলার দ্রোনাচার্য।

 

The post রাঁচির “ক্রিস গেইল” স্থান করে নিলেন গুজরাট টাইটান্সে appeared first on CricTracker Bengali.

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8