Naveen Ul Haq. ( Image Source: IPL )
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই ম্যাচের পরই নভীন ফল হকের নাম এখন অন্যতম চর্চায়। বিরাটের সঙ্গে তাঁর সেই দ্বন্দ্ব নিয়ে এখনও চলছে নানান আলোচনা। সেই নভীন উল হক ফের একবার খবরের শিরোনামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এলিমিনেটরের ম্যাচে নেমেছে লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচেই নভীন উল হকের অদ্ভূত সেলিব্রেশন সকলের নজর কেড়েছে। লোকেশ রাহুল আইপিএলে নেই। রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়ে সেই সেলিব্রেশনই দেখা গেল এবার নভীন উল হকের। লোকেশ রাহুলকেই সেলিব্রেশনে নকল করলেন তিনি।
সেই সেলিব্রেশন দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ছবি এখন ভাইরাল। গতবারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন লখনউ সুপার জায়ান্টসের অধি্নায়ক লোকেশ রাহুল। সেবার তাঁর ব্যাটে জোড়া সেঞ্চুরীর ঝলকও ছিল। সেইসঙ্গে ভারতীয় ব্যটার হিসাবে সেবারের আইপিএলে সর্বোচ্চ রানও করেছিলেন তিনি। ম্যাচে সাফল্য পাওয়ার পরই লোকেশ রাহুলের অএই সেলিব্রশন সকলের নজর কেড়েছিল। এবারের আইপিএলেও যে ম্যাচে তিনি অর্ধশতরান পেয়েছিলেন, সেই ম্যাচে এমনই সেলিব্রেশন করেছিলেন।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছেন নভীন উল হক
যদিও চোটের জন্য আইপিএলের মাঝপথ থেকেই ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। তিনি নেই ঠিকই কিন্তু তাঁর সেলিব্রেশন কিন্তু আইপিএলের ম়্চে রয়েছে। নভীন উল হকককেই লোকেশ রাহুলের সেই বিখ্যাত সেলিব্রেশন নকল করতে দেখা গিয়েছিল। আইপিএলের এলিমিনেটরের মঞ্চে নভীন উল হকের প্রথম শিকারই ছিলেন এদিন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এমন তারকা ক্রিকেটারকে সাজঘরের ফেরানোর সেলিব্রেশনটাও যে হবে বিশেষ তা বলাি বাহুল্য। সেটাই করলেন নভীন উল হকও। লোকেশ রাহুলের সেলিব্রেশনের নকল করতেই এবার দেখা গেল তাঁকে।
এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন এই আফগান স্পিনার। কার্যত মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইনআপকে তিনি এঅকাই শেষ করে দিয়েছিলেন। দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের জেরে মুম্বই ইন্ডিয়ান্সের তাবড় তাবড় ক্রিকেটাররা সাজঘরের রাস্তায় ফিরে গিয়েছিলেন। সেখানেই মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বিধ্বংসী ব্যাটার সূর্যকুমার যাদবও ছিলেন তাঁরই শিকার। মাত্র ৩৩ রানেই সূর্যের ঝড় ওঠার আগেই থামিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
একইসঙ্গে ক্যামেরণ গ্রীণকেও থামিয়ে দিয়েছিলেন তিনি। তাঁর স্পিনের সামনে এদি্ন কার্যত মুম্বি ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটাররা মাথা তুলে দাঁড়াতেই পারেননি। আর তাতেই শেষ হয়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের বড় রানেরপ স্বপ্ন। তিলক বর্মা এদিনই মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের ফিরেছিলেন। বড় শট খেলার চেষ্টাও করছিলেন। তাঁকেও থামিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটারও। ৩৮ রান দিয়ে নভীন উল হক একাই চার উইকেট তুলে নিয়েছিলেন এদিন।
The post রোহিত শর্মাকে ফিরিয়ে লোকেশ রাহুলের সেলিব্রেশন নকল নভীন উল হকের appeared first on CricTracker Bengali.