গুজরাত টাইটান্সের সাফল্যের কৃতিত্ব হার্দিক ও আশিস নেহেরাকে দিচ্ছেন অনিল কুম্বলে

মে 27, 2023

Spread the love

Anil Kumble (Image Source: Twitter)

গতবার আইপিএলের মঞ্চে অভিষেক হয়েছিল গুজরাত টাইটান্সের। অভিষেক মঞ্চেই সকলকে চমকে দিয়েছিল গুজরাত টাইটান্স। প্রথমবারই চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলেছিল  গুজরাত টাইটান্স। এবারের আইপিএল শুরু হওয়ার আগেও তারাই ছিল ফেভারিট। গুটরাত াটইটান্সের ভক্তরা হতাশ হননি এবারও। আইপিএলের মঞ্চে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাাত টাইটান্স। তাদের এমন পারফম্যান্সের পরই গুজরাাত টাইটান্সের অধিনায়ক ও কোচকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অনিল কুম্বলে।

গুজকাত টাইটান্সের এমন ধারাবাহিক পারফরম্যান্সের জন্য কোচ আশিস নেহেরা এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়াকেই কৃতিত্ব দিচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। এবারের আইপিএলের শুরু থেকেই নিজেদের পারফরম্যান্সের ধারা বাজায় রেখেছে গুজরাত টাইটান্স। লিগ পর্বে মাত্র চারটি ম্যাচ হেরেছিল তারা। ব্যাটিং থেকে বোলিং দুই জায়গাতেই গুজরাত টাইটান্স নিজেদের সেরা পারফম্যান্স দেখিয়েছিল। রবিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পরপর দুবার আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স

এবারের আইপিএলের শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছেন গুজরাত টাইটান্সের শুভমন গিল। এবারের আইপিএলে গুজরাতের সাফল্যের পিচনে শুবমন গিলের অবদান যে অনস্বীকার্য তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে  তাদের বোলিংয়েও দুরন্ত ফর্মে রয়েছেন মহম্মদ সামি, রশিদ খানরা। এই মুহূর্তে পার্পল ক্যাপ মাথায় তুলে নিয়েছেন মহম্মদ সামি। সেইসঙ্গে মোহিত শর্মার অস্ধারন বোলিং পারফরম্যান্স তো রয়েছেই।  র েই সমস্ত সাপল্য়ের পিছনে হার্দিক পান্ডিয়া ও আশিস নেহেরাকেই কৃতিত্ব দিচ্ছেন অনিল কুম্বলে।

প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন, শেষ বছরে যে জায়গায় তারা থেমেছিল, সেই জায়দা থেকেই এই নতুন মরসুমে যাত্রা শুরু করেছে গুজরাত টাইটান্স। আর  এমনটা দেখার পর অধিনায়ক হার্দিক পান্িয়া এবং কোচ আশিস নেহেরাকেই সমস্ত কৃতিত্ব দিতে হয়।  সেইসঙ্গে তাদের সমস্ত ক্রিকেটারদেরও কৃতিত্ব দিতেই হয়।

এবারের াইপিএলে গুজরকাত টাইটান্সের হয়ে দুরকন্ত ফর্মে রয়েছেন শুভমন গিল। ইতিমধ্যেই আইপিেলের মঞ্চে তিনটি সেঞ্চুরী করে ফেলেছেন তিনি। গত ম্যাচেও ১২৯ রানের ইিংস খেলেছিলেন শুভমন গিল। ফাইনালের ম়্চেও সেই পারফম্যান্স তিনি ধরে রাখতে পারবেন বলেই আশাবাদী সকলে।  রবিবারের ফাইনাল ম্যাচ ঘিরে এখন থেকেই উন্মাদনা তুঙ্গে পৌঁছেছে.

The post গুজরাত টাইটান্সের সাফল্যের কৃতিত্ব হার্দিক ও আশিস নেহেরাকে দিচ্ছেন অনিল কুম্বলে appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador