দ্বিতীয় টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪৪ রানে হারিয়ে চলতি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। পরের ম্যাচটি জিততে পারেলই সিরিজ নিজেদের নামে করে ফেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কওয়াড় মিলে ৭৭ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ করেন। জয়সওয়াল ২৫ বলে ৫৩ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়। অন্যদিকে, রুতুরাজ ৩টি চার এবং ২টি ছয় সহ ৪৩ বলে ৫৮ রানের একটি দারুণ ইনিংস খেলেন। ইশান কিষান ৩২ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৩টি চার এবং ৪টি ছয় মারতে সক্ষম হন। তার এবং গায়কওয়াড়ের মধ্যে ৯৭ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ গড়ে ওঠে।
সূর্যকুমার যাদব ১০ বলে ১৯ রান করেন। শেষে রিঙ্কু সিং ৪টি চার এবং ২টি ছয় সহ ৯ বলে অপরাজিত ৩১ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিলক বর্মা ২ বলে অপরাজিত ৭ রান করতে সক্ষম হন। শেষমেশ স্কোরবোর্ডে ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তোলে ভারত। নাথান এলিস ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। মার্কাস স্টোইনিস ৩ ওভারে ২৭ রান দিয়ে ১টি উইকেট নেন।
অস্ট্রেলিয়ার ৯টি উইকেট ফেলতে সক্ষম হয় ভারত
রান তাড়া করতে নেমে মাত্র ৫৮ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। দুই ওপেনার স্টিভ স্মিথ এবং ম্যাথু শর্ট যথাক্রমে ১৬ বলে ১৯ রান এবং ১০ বলে ১৯ রান করেন। জশ ইঙ্গলিস ৪ বলে মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকেও বেশি রান আসেনি। তিনি ৮ বলে ১২ রান করে নিজের উইকেট হারান।
এরপর মার্কাস স্টোইনিস এবং টিম ডেভিড মিলে ৮১ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। স্টোইনিস ২৫ বলে ৪৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ২টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে, ডেভিড ৪টি চার এবং ২টি ছয় সহ ২২ বলে ৩৭ রান করেন। অধিনায়ক ম্যাথু ওয়েড বলে রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। প্রসিদ্ধ কৃষ্ণ এবং রবি বিষ্ণোই ৩টি করে উইকেট শিকার করেন। অর্শদীপ সিং, মুকেশ কুমার এবং অক্ষর প্যাটেল ১টি করে উইকেট নেন।