লোকেশ রাহুল ভারতীয় দলে ফিরলেোতিনি পুরোপুরি চোটমুক্ত ছিলেন না। সেই কথা অডিত আগরকরের মুখ তেকে শোনার পরই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। শোনাযাচ্ছিল পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নাও নামতে পারেন তিনি। শেষপর্যন্ত সেই খবরেই শিলমোহর দিলেন খোদ ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচেই ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না কেএল রাহুল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়াকর আগেই সেই কথা ঘোষণা করে দিলেন ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
এবারের আইপিএলের সময়ই চোট পেয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার কেএল রাহুল। সেই তেকেই মাঠের বাইরে ছিলেন এই তারকা ক্রিকেটার। ভারতের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দলের সদস্য ছিলেন না তিনি। এনসিএ-তে রিহ্যাব চলছিল এই কেএল রাহুলের। পুরনো চাট সারিয়ে সম্পর্ণ সুস্থও হয়ে উঠেছিলেন তিনি। কিন্তু ফের হাল্কা চোট পেয়েছেন েই তারকা ক্রিকেটার। এশিয়া কাপে অবশ্য তাঁকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিলেন অজিত আগরকর।
সুপার ফোরের পর্ব থেকে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারেন লোকেশ রাহুল
সেই সময়ই কেএল রাহুলের নতুন করে চোট পাওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। গত শুক্রবার থেকেই এশিয়া কাপের প্রস্তুতিতে নেমে পড়েছিল টিম ইন্ডিয়া। রোহিত শর্মা, বিরাট কোহলিদের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন কেএল রাহুলও। প্রস্তুতিতে তাঁর দিকেই নজর ছিল সকলের। চোট সেরে উঠলেও এখনও পর্যন্ত পুরোপুরি ম্যাচ ফিট তিনি নন বলেই মনে করছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত তাঁকে ছাড়াই প্রথম দুই ম্যাচে নামার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় দল। পাকিস্তান এহং নেপালের বিরুদ্ধে খেলবেেন না তিনি। সবকিছু ঠিকঠাক চললে ভারতীয় দলের হয়ে একেবারে সুপার ফোরের মঞ্চেই নামতে পারেন কেএল রাহুল।
রাহুল দ্রাবিড় জানিয়েছেন, “কেএল রাহুল ভালভাবে সেরে উঠলেও এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। এশিয়া কাপে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে খেলবেন না লোকেশ রাহুল”।
https://twitter.com/KLfied_/status/1696430594610385025
চোট থাকা সত্ত্বেও কেএল রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রাক্তন থেকে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অবশেষে সেই কেএল রাহুলকে ছাড়াই নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। আগামী ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের মঞ্চে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। সেই দলে লোকেশ রাহুলের না থাকাটা যে ভারতীয় শিবিরে খানিকটা হলেও অস্বস্তি বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। সবকিছু ঠিকঠাক চললে চার নম্বর পজিশনে শ্রেয়স আইয়ারের ওপরই হয়ত ভরসা রাখতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।