এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পাকিস্তানের সামনে এবার মরণ বাঁচন ম্যাচ

সেপ্টে. 13, 2023

Spread the love
Pakistan Team. ( Image Source: PCB/Twitter )

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে ভারত।  আর সেই জয়ের পরই খানিকটা হলেও চিন্তা বেড়েছে পাকিস্তান শিবিরে। আগামী ১৪  সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে পাকিস্তান। ভারতের জয়ের পরই আদগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা ম্যাচ মরণ বাঁচন লড়াই। এই ম্যাচে যে দল জিতবে তারাই এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ভারতের কাছেই বিরাট ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতের কাছে ২২৮ রানে হেরে গিয়েছিল বাবর আজমরা। এত বড় ব্যবধানে হারটাই যে পাকিস্তানের ফাইনালের রাস্তাটা  কঠিন করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় পাকিস্তানের চিন্তা অনেকটাই যে বাড়িয়ে দিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমদাসা স্টেডিয়ামে নামতে চলেছেন বাবর আজমরা

এবারের এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান।এখনও পর্যন্ত ভারতের কাছেই একটি ম্যাচে হেরেছে বাবর আজমের পাক বাহিনী। সেই হারের খেসারত তাদের এখনও দিয়ে যেতে হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হারানোটা যে বেশ কঠিন হতে চলেছেতা ভালভাবেই বুঝতে পারছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে আবারও সেই প্রেমদাসা স্টেডিয়ামেই খেলতে নামতে হবে পাকিস্তানকে। সেখানেই ভারকের বিরুদ্ধে বিধ্বংসী ফর্ংমে ছিলেন দুনিথ ওয়েলক্লালাগে এবং চরিথ আসালঙ্কা। স্পিনারদের সামনেই বিধ্বস্ত হয়েছিল বারতীয়দলের ব্যাটিং লাইনআপ।

দুই দলের স্পিনাররা মিলে প্রেমদাসার পিচে এদিন ১৬টি উইকেট তুলে নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দিকে যে পাকিস্াতান টিম ম্যানেজমেন্টও নজর রেখেছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপে পাকিস্তানের প্রথান শক্তি তাদের পেস লাইনআপ। কিন্তু প্রেমদাসা স্টেডিয়ামের পিচের চরিত্র একেবারেই আলাদা। সেখানে বরাবরই স্পিনাররা বাড়তি সাহায্য পেয়ে এসেছে। এমন হাড্ডহাড্ডি লড়়াইয়ে পাকিস্তানের সামনে যে বড়সড় চ্যালেঞ্জ আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

যদিও পাক সমর্থকরা তাদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী।পরপর দুই ম্যাচে বাবর আজম বড় রান না পেলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবর আজমকে নিয়ে বেশ আশাবাদী পাকিস্তানের সমর্থকরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador