Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে পাকিস্তানের সামনে এবার মরণ বাঁচন ম্যাচ

সেপ্টে. 13, 2023

No tags for this post.
Pakistan Team. ( Image Source: PCB/Twitter )

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে হাড্ডহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে ভারত।  আর সেই জয়ের পরই খানিকটা হলেও চিন্তা বেড়েছে পাকিস্তান শিবিরে। আগামী ১৪  সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে নামবে পাকিস্তান। ভারতের জয়ের পরই আদগামী ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের সামনে শ্রীলঙ্কা ম্যাচ মরণ বাঁচন লড়াই। এই ম্যাচে যে দল জিতবে তারাই এবারের এশিয়া কাপের ফাইনালে পৌঁছবে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেই সেই ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করলেও ভারতের কাছেই বিরাট ব্যবধানে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারতের কাছে ২২৮ রানে হেরে গিয়েছিল বাবর আজমরা। এত বড় ব্যবধানে হারটাই যে পাকিস্তানের ফাইনালের রাস্তাটা  কঠিন করে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জয় পাকিস্তানের চিন্তা অনেকটাই যে বাড়িয়ে দিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে জোর জল্পনা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রেমদাসা স্টেডিয়ামে নামতে চলেছেন বাবর আজমরা

এবারের এশিয়া কাপে দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান।এখনও পর্যন্ত ভারতের কাছেই একটি ম্যাচে হেরেছে বাবর আজমের পাক বাহিনী। সেই হারের খেসারত তাদের এখনও দিয়ে যেতে হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার ঘরের মাঠে তাদের হারানোটা যে বেশ কঠিন হতে চলেছেতা ভালভাবেই বুঝতে পারছেন পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। সেইসঙ্গে আবারও সেই প্রেমদাসা স্টেডিয়ামেই খেলতে নামতে হবে পাকিস্তানকে। সেখানেই ভারকের বিরুদ্ধে বিধ্বংসী ফর্ংমে ছিলেন দুনিথ ওয়েলক্লালাগে এবং চরিথ আসালঙ্কা। স্পিনারদের সামনেই বিধ্বস্ত হয়েছিল বারতীয়দলের ব্যাটিং লাইনআপ।

দুই দলের স্পিনাররা মিলে প্রেমদাসার পিচে এদিন ১৬টি উইকেট তুলে নিয়েছিলেন। সেই পারফরম্যান্সের দিকে যে পাকিস্াতান টিম ম্যানেজমেন্টও নজর রেখেছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারের এশিয়া কাপে পাকিস্তানের প্রথান শক্তি তাদের পেস লাইনআপ। কিন্তু প্রেমদাসা স্টেডিয়ামের পিচের চরিত্র একেবারেই আলাদা। সেখানে বরাবরই স্পিনাররা বাড়তি সাহায্য পেয়ে এসেছে। এমন হাড্ডহাড্ডি লড়়াইয়ে পাকিস্তানের সামনে যে বড়সড় চ্যালেঞ্জ আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

যদিও পাক সমর্থকরা তাদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী।পরপর দুই ম্যাচে বাবর আজম বড় রান না পেলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে বাবর আজমকে নিয়ে বেশ আশাবাদী পাকিস্তানের সমর্থকরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related Posts

বড় রান তাড়া করতে নেমে হারতে হল ভারতকে, তৃতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করল অস্ট্রেলিয়া

বড় রান তাড়া করতে নেমে হারতে হল ভারতকে, তৃতীয় ম্যাচে অসাধারণভাবে কামব্যাক করল অস্ট্রেলিয়া

IND vs AUS. (Photo Source: Twitter) তৃতীয় একদিনের ম্যাচে ভারতকে ৬৬ রানে হারাল অস্ট্রেলিয়া। শেষমেশ ২-১ ব্যবধানে সিরিজটি জিতল ভারতীয় দল। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর আগে এই সিরিজ জয় অবশ্যই ভারতকে অনেকটা আত্মবিশ্বাস জোগাবে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল...

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে হিটম্যান শো, সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিত বন্দনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোটে হিটম্যান শো, সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিত বন্দনা

Rohit Sharma. ( Image Source: Jio Cinema ) এশিয়া কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও সাফল্যের ধারা অব্যবহত রোহিত শর্মার। বিশ্রাম কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরকিজের সেষ মন্যাচেই পিরেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সেখানেও অজিদের তারকা বোলিং লাইনআপের সামনে ফের...

ভালো ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করে ভারতের সামনে বড় লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া

ভালো ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করে ভারতের সামনে বড় লক্ষ্য রাখল অস্ট্রেলিয়া

IND vs AUS. (Photo Source: Pankaj Nangia/Getty Images) তৃতীয় একদিনের ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৫২ রান তুলল অস্ট্রেলিয়া। এই সিরিজটি ইতিমধ্যেই জিতে নিয়েছে ভারতীয় দল। তবে সিরিজের শেষ ম্যাচটি জিতে নিয়ে অবশ্যই নিজেদের সম্মান রক্ষা করতে চাইবে...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy