সোমবার ওডিআই ক্রিকেটের মঞ্চে দ্রুততম ১৩ হাজার রানের মালিক হয়েছিলেন বিরাট কোহলি। ১২ ঘন্টার মধ্যেই দেশের জার্সিতে এবার নতুন মাইলস্টোন তৈরি করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটের মঞ্চে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে ১০ হাজার রানের মাইলসস্টোন ছুঁলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম অর্ধশতরানের ইনিংসও খেললেন তিনি। রোহিত শর্মাকে নিয়েই এখন উচ্ছ্বসিত সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই রোহিত শর্মাকে নিয়ে শুভেচ্ছা বার্তার ঢল।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিেয়ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পাকিস্তানের বি্রুদ্ধে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও রোহিত শর্মাকে ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সেখানেই রোহিত শর্মার ব্যাটে এল নতুন মাইলস্টোন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৩ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। তবে তাঁঁর থেকে সেঞ্চুরীর প্রত্যাশাটা এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধেও পূরণ হয়নি। এই ম্যাচেই তিনি সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে দিলেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
এদিন যখন ব্যাটিং করতে নেমেছিলেন রোহিত শর্মা, সেই সময় তিনি নতুন মাইলস্টোনের থেকে মাত্র ১৭ রান পিছিয়ে ছিলেন। এদিনও শুরু থেকেই আক্রমণৈাত্মক মেজাজে ছিলেন এই তারকা ক্রিকেটার। ওবার বাউন্ডারি হাঁকিয়েই সেই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। ভারতীয় হিসাবে তো বটেই ওডিআই ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ১০ হাজার রানের মাইলস্টোন গড়লেন তিনি। সময় নিয়েছেন ২৪১ ইনিংস। সচিন তেন্ডুলকরের রেকরক্ড ভেঙে দিলেন এই তারকা ক্রিকেটার। এই তালিকায় তাঁর সামনে রয়েছেন একমাক্র বিরাট কোহলি।
পাকিস্তানের মতো এদিনও শ্রীলঙ্কার বোলারদের বিরুদ্ধে শুরু থেকেই আআক্রমণাত্মক ইনিংস খেলতে শুরু করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক। শুভমন গিলের সঙ্গে এদিন ওপেনিংয়ে ৮০ রানের পার্টনারশিপ গড়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সেইসঙ্গে অর্ধশতরানও এ,সেছে রোহিত শর্মার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৮ বলে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।
রোহিত শর্মার গোটা ইনিংস জুড়ে এদিন রয়েছে ৭টি চার ও ২টো ওভার বাউন্ডারি। সেইসঙ্গে রোহিত শর্মার স্ট্রাইকরেট ১১০.৪২। তবে সেঞ্চুরীর প্রত্যাশা পূরণ হয়নি রোহিত শর্মার। তাঁর ব্যাট থেকে ফেরক অএকটা সেঞ্চুরীর ঝলক দেখার অপেক্ষায় সকলে থাকলেও, শেষপর্যন্ত ৫৩ রানেই থামতে হয়েছিল রোহি্ত শর্মাকে।