ওয়াংখেড়ে তাঁর ঘরের মাঠ। সেখানে যে দ্য হিটম্যান শো দেখাযাবে সেটাই স্বাভাবিক। ওয়াংখেড়ে স্টেডিয়ামের জদর্শকদের একেবারেই হতাশ করলেন না রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের মঞ্চেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস তৈরি করলেন রোহিত শর্মা। বিশ্ব ক্রিকেটের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে ৫০টি ছয় হাঁকানোর রেকর্ড গড়লেন ভারতীয় দলের অধিনায়ক। ম্যাচের পাঁচ নম্বর ওভারে ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ওভার বাউন্ডারি হাঁকিয়েই সেই রেকর্ড গড়লেন রোহিত শর্মা। আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।
এবারের বিশ্বকাপের মঞ্চে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। ম্যাচের দ্বিতীয় বল থেকেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণচা শুরু করে দিয়েছিলেন তিনি। আর হিটম্যান শো চলা মানেই যে মাঠে শুধুই চার ও ছয়ের বন্যা দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না। ওয়াংখেড়েতে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই রোহিত শর্মার ব্যাটে একের পর এক বড় শটের ঝলক। আর সেটাই যে নিউ জিল্যান্ডের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট ছিল তা বলার অপেক্ষা রাখে না।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৯ বলে ৪৭ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা
ভারতের রান যখন ৫৯-এ পৌঁছেছিল, সেই সময়ই স্কোরবোর্ডে রোহিত শর্মার নামের পাশে ছিল চারটে ওভার বাউন্ডারি। সেই সময়ের মধ্যে চারটি বাউন্ডারিও হাঁকিয়ে দিয়েছিলেন তিনি। একের পর এক বড় শটের সঙ্গেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারের অন্যতম রেকর্ড গড়লেন এই তারকা ক্রিকেটার। ক্রিস গেইলকে টপকে ওডিআই বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসাবে ওভারবাউন্ডারির বাফ সেঞ্চুরী করলেন তিনি। এর আগে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ওভার বাউন্ডারি ছিল ক্রিস গেইলের। ৩৪ ইনিংস খেলে তিনি হাঁকিয়েছিলেন ৪৯টি ওভার বাউন্ডারি।
তাঁর থেকে কম ম্যাচ খেলে সেই রেকর্ডটাই ভেঙে দিলেন রোহিত শর্মা। নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্টের বিরুদ্ধে ম্যাচের পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার বাউন্ডারি হাঁকানোর পরই ক্রিস গেইলের রেকর্ড ভেঙে নচুন রেকর্ড গড়েছিলেন রোহিত শর্মা। যদিও হিটম্যান শো সেখানেই থামেনি। সেই জায়গা থেকে রোহিত শর্মা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন।
এদিন টস জিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। লক্ষ্যটা ছিল শুরু থেকেই বড় রানের। আর সেখানেই রোহিত শর্মার ছিলেন বিধ্বংসী মেজাজে। ম্যাচের দ্বিতীয় বল থেকেই এদিন রোহিত শর্মার ব্যাটে ছিল বড় রানের ঝলক। তবে এদিনও অর্ধশতরান করতে পারলেন তিনি। ৪৭ রানেই থামতে হল রোহিত শর্মাকে।