loader image

Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

গুজরাট জায়ান্টাসের দুরন্ত বোলিংয়ের সামনে পরাজিত হতে হল দিল্লি ক্যাপিটালসকে

মার্চ 16, 2023

No tags for this post.
Gujrat Giants. (Image Source: WPL/Twitter)

মেগ ল্যানিংয়ের দল দিল্লি ক্যাপিটালসকে ১১ রানে পরাজিত করল স্নেহ রানার দল গুজরাট জায়ান্টাস। ডাব্লুউপিএলে নিজেদের দ্বিতীয় জয় পেল গুজরাট। অন্যদিকে নিজেদের দ্বিতীয় ম্যাচ হারল দিল্লি ক্যাপিটালস।

প্ৰথমে ব্যাট করতে নেমে শুরুতেই সোফিয়া ডাঙ্কলির উইকেট হারায় গুজরাট জায়ান্টাস। তিনি মারিজান ক্যাপের বলে ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তবে আরেক ওপেনার লরা উলভার্ট একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি ৪৫ বলে ৫৭ রান করেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ১টি ছয়। উলভার্ট অরুন্ধতী রেড্ডির বলে বোল্ড হন। হারলিন দেওল একটি ধীরগতির ইনিংস খেলেন। তিনি ৩৩ বলে ৩১ রান করে জেস জোনাসেনের বলে আউট হন। তার এবং উলভার্টের মধ্যে ৪৯ রানের পার্টনারশিপ হয়।

অ্যাশলে গার্ডনারও একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৩৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। দয়ালান হেমলতা ৩ বলে মাত্র ১ রান করে জেস জোনাসেনের বলে আউট হন। শেষমেশ গুজরাট জায়ান্টাস ২০ ওভারে ৪ উইকেটে ১৪৭ রান করেন। মারিজান ক্যাপ খুব ভালো বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ১টি উইকেট নেন। অরুন্ধতী রেড্ডি ৩ ওভারে ২৫ রান দিয়ে ১টি উইকেট নেন। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে সফল বোলার ছিলেন জেস জোনাসেন। তিনি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন।

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিংকে ধরাশায়ী করলেন গুজরাট জায়ান্টাসের বোলাররা

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেফালী ভার্মার উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। তিনি ৭ বলে মাত্র ৮ রান করে তনুজা কানওয়ারের বলে বোল্ড হন। মেগ ল্যানিং ৩টি চার সহ ১৫ বলে ১৮ রান করেন। তিনি স্নেহ রানার বলে এলবিডাব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এলিস ক্যাপসি ব্যাট হাতে একটি সুন্দর ইনিংস খেলছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ১১ বলে ২২ রান করে রান আউট হন। ব্যাট হাতে অসফল হন জেমিমাহ রড্রিগেস। তিনি ৩ বলে মাত্র ১ রান করে কিম গার্থের শিকার হন। জেস জোনাসেন ১০ বলে ৪ রান এবং তানিয়া ভাটিয়া ৪ বলে ১ রান করে আউট হন।

মারিজান ক্যাপ ব্যাট হাতে দলকে সামাল দিচ্ছিলেন মারিজান ক্যাপ কিন্তু তিনি ২৯ বলে ৩৬ রান করে রান আউট হন। অরুন্ধতী রেড্ডি শেষে চেষ্টা করলেও শেষমেশ ১৭ বলে ২৫ রান করে কিম গার্থের বলে আউট হন তিনি। এই ম্যাচে গুজরাট জায়ান্টাসের সবচেয়ে সফল বোলার ছিলেন কিম গার্থ। তিনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন। তনুজা কানওয়ার এবং অ্যাশলে গার্ডনার যথাক্রমে ৪ ওভারে ২৯ রান এবং ৩.৪ ওভারে ১৯ রান দিয়ে ২টি করে উইকেট নেন। স্নেহ রানা এবং হারলিন দেওল ১টি করে উইকেট পান। শেষমেশ ১৮.৪ ওভারে ১৩৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে অসাধারণ অলরাউন্ডিং প্রদর্শন করায় ম্যাচসেরার পুরস্কার পান অ্যাশলে গার্ডনার। এই ম্যাচ জিতে নিয়ে ডাব্লুউপিএলের প্লেঅফসে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল গুজরাট জায়ান্টাস।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজের প্রতিক্রিয়া দেখিয়েছেন-

Related Posts

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে শিরোপা জিতল হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স

ডাব্লুউপিএলের উদ্বোধনী মরুসুমে শিরোপা জিতল হারমানপ্রিত কউরের নেতৃত্বাধীন দল মুম্বাই ইন্ডিয়ান্স

Mumbai Indians. (Photo Source: Twitter/WPL) ডাব্লুউপিএলের প্ৰথম বিজেতা হল মুম্বাই ইন্ডিয়ান্স। মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে ৩ বল বাকি থাকতে ৭ উইকেটে পরাজিত করল হারমানপ্রিত কউরের দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। শেফালী ভার্মার...

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনক ভাবে পরাজিত হল শ্রীলঙ্কা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্ৰথম একদিনের ম্যাচে লজ্জাজনক ভাবে পরাজিত হল শ্রীলঙ্কা

New Zealand. (Photo Source: DAVID ROWLAND/AFP via Getty Images) নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় শ্রীলঙ্কা। এরপর ২৫শে মার্চ, শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল...

ইউপি ওয়ারিয়র্সকে উড়িয়ে ডব্লুপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স

ইউপি ওয়ারিয়র্সকে উড়িয়ে ডব্লুপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স

Mumbai Indians. ( Photo Source: Twitter/WPL ) ন্যাট সাইভার ব্রান্টের দুর্ধর্ষ ব্যাটিং এবং ইসি ওংয়ের দাপুটে বোলিংয়েই ডব্লুপিএলের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স। এলিমিনেটরের মঞ্চে ইউপি ওয়ারিয়র্সকে  খরকুটোর মতো উড়িয়ে দিয়ে দিল্লির বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা পাকা...

Subscribe to Telegram
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports Ambassadors
Generated by Feedzy