গৌতম গম্ভীরকে দেখেই মাঠে “বিরাট-বিরাট” ধ্বনি, পাল্টা জবাব দিলেন গম্ভীরও

সেপ্টে. 4, 2023

Spread the love
Gautam Gambhir. ( Photo Source: Twitter )

এশিয়া কাপের মঞ্চেও বিরাট কোহলি বনাম গৌতম গম্ভীরের সংঘাতের ছাপ। এবারের আইপিএলে লখমনউ সুপার জায়ান্টস বনাম  রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের সময়ই ধুন্ধুমার ঝামেলা দেখা গিয়েছিল বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার পরই দুই তারকার মধ্যে তুমুল  বাকযুদ্ধ শুরু হয়েছিল মাঠেই পরিস্তিতি সামাল দেওয়া গেলেও বিরাট ভক্তরা কিন্তু  এখনও থেমে থাকেননি। এশিয়া কাপের মাঝেই হৌতম গম্ভারকে দেখে বিরাটের নামে জয়ধ্বনী দেওয় শুরু বিরাট ভক্তদের। মাঠেই পাল্টা জবাব দিতেও চাড়লেন গৌতম গম্ভীর।

এশিয়া কাপের ম়্চেও সেই বিরাট কোহলি বনাম  গৌতম গম্ভীরের সেই লড়াইয়র ছায়া। এশিয়া কাপের সোমবার নেপালের বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেখানেই মাঠে রয়েছেন গৌতম গম্ভীরও। মাঠ  ম্যাচ অ্যানালিসিস করে ফেরার পথেই ঘটে সেই ঘটনা।  গৌতম গম্ভীর যখন মাঠ ছেড়ে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন সেই সময়ই তাঁকে উদ্দেশ্য করে বিরট কোহলির সমর্থকরা  বারবার বিরাট বিরাট নামে  হলা ফাটাতে থাকে.গৌতম গম্ভীরও সহজে চুপ করে থাকার মতো লোক নন। ফেরার পথেই সেই সমর্থকদের উদ্দেশ্যে তিনি বিশেষ  ভঙ্গিমায় তাদের জবাব দিয়ে ফি্রে যান। আআর সেই ছবি যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব একটা বেশী সময় নেয়নি তা বলার অপেক্ষা রাখে না।

আইপিএলের বিরাট বনাম গম্ভীর সংঘাতের ছাপ এশিয়া কাপের মঞ্চেও

আইপিএলের ম়্চোও এম ঘটনা দেখা গিয়েছিল। সেই ম্যাচের পর থেক লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ  যে স্টেডিয়ামেই থাকত সেখানেই গৌতম গম্ভীরকে দেখলে বিরাট ভক্তরা তাঁর নামে গলা ফাটাতে শুরু করত।  সবটাই যে গৌতম গম্ভীরকে রাগানোরজন্যই করা হতচ তা বলার অপেক্ষা রাখে না। আবার গৌতম গম্ভীরও চুপ করে থাকার লোক। তিনিও প্রতবারই পাল্টা জবাব দিয়ে গিয়েছেন।

এদিন পাল্লেকেলে স্টেডিয়ামেও তার অন্যথা হল না। সেখানেও গৌতম গম্ভীর সেই সমর্থকদের উদ্দেশ্যে মিডল ফিঙ্কার দেখিয়ে তাদের পাল্টা জবাবটা দিলেন। আর সেই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  বেঙ্গালুরুর বনাম লখনউ সুপার জায়ান্টসের সেই ম্যাচ ঘিরে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে সংঘাত চূড়ান্ত আকার ধারণ করেছিল। সেই রেশ যে এই এশিয়া কাপের মঞ্চেও রয়েছে তা বেশ স্পষ্ট।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador