চার উইকেট শার্দূল ঠাকুরের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতীয় দলের

আগস্ট 2, 2023

Spread the love
Shardul Thakur. ( Image Source: BCCI )

বল হাতে দ্বিতীয় ম্যাচে দুরন্ত পাারফরম্যান্স দেখিয়েছিলেন শার্দূল ঠাকুর। তবে সেই ম্যাচে জিততে পারেনি টিম ইন্ডিয়া।  তৃতীয় ম্যাচেও দুরন্ত ফর্মে ছিলেন শার্দূল ঠাকুর। এই ্ময়াচেওএকাই তুলে নিয়েছেন ৪  উইকেট। কার্যত বল হাতে শার্দূল ঠাকুরের দাপুটে বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। ব্যাট হাতে শুভমন গিল, হর্দিক পন্ডিয়া এবং ঈশান কিষাণরা  জয়ের রাস্তাটা তৈরি করে দিয়ে গেলেওসেই রাস্তাতে হেঁটেই ভারতের জয়টা নিশ্চিত করে  দিয়েছিলেন শার্দূল ঠাকুর। র তাতেই আপ্লুত সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে প্রতম একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেখানেই দুরন্ত ফর্মে চিলেন বারতীয় দলের ব্যাটাররা। শুরু থেকেই ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন সুভমন গিল এবং ঈশান কিষাণ।  প্রথম দুই ম্যাচে বড় রান করতে না পারলেও সেখানেই ৭০ রানের ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়াও। এরপর পরীক্ষা ছিল ভারতীয় বোলারদের। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন ভারতীয় দলের তারকা বোলার শার্দূল ঠাকুর।

৮৫ রান করে ম্যাচের সেরা হয়েছেন শুভমন গিল

টস জিতে এদি ভারতের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনাায়ক। প্রথম দুই ম্যাচে বড়  রাান করতে পারেননি শুভমন গিল। কিন্তু এই ম্যাচে ঈশান কিষাণের সঙ্গে দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। সেখানেই সেঞ্চুরী পার্টনারশিপ গড়ে তোলার পাাশাপাশি ৮৫ রানের ইনিংসও খেলেছিলেন শুভমন গিল। সেইসঙ্গে ঈশান কিষাণ খেলেছিলেন ৭৭ রানের দুরন্ত ইনিংস। সেইসঙ্গেই বড় রানের রাস্তাটা তৈরকি হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। শেষ মুহূর্তে ব্যাট হাতে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন হার্দিক পান্ডিয়া। এই ন্ময়াচে অর্ধশতরকানের ইনিংস খেলেছিলেন সঞ্জু স্যামসনও। ৫১ রান করেছিলেন তিনি।

তাদের দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই শেষ পর্যন্ত ৩৬১ রানে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। এবার পরীক্ষাটা ছিল ভারতীয় দলের বোলারদের। এই সিরিজে অভিষেক হওয়া মুকেশ কুমার একাই তুলে নিয়েছিলেন ৩টি  উইকেট। সেইসঙ্গে দুর্ধর্ষ বোলিং পারফর্ম্যান্স দেখিয়েছিলেন  ভারতীয় দলের আরেক বোলার শার্দূল ঠাকুর। তিনি একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। মাত্র ৩৭ রান দিয়ে একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

শিমরণ হেটমায়ার, রোমারিও শেফার্ডদের সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন তিনি।  আর সেটাই যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন শুভমন গিল।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador