জেমিমা রডরিগেজের দুরন্ত পারফরম্যান্সে ভর করে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ সমতায় ফেরাল ভারতীয় মহিলা দল। বাংলাদেশ মহিলা ব্রিগেডের ১০৮ রানে জয় তুলে নিল ভারতীয় মহিলা ব্রিগেড। আর তাতেই স্বস্তির আবহ ভারতীয় মহিলা ব্রিগেডে। ভারতী দলের এই জয়ের নেপথ্য কারিগড় যে জেমিমা রডরিগেজ, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর অল রাউন্ডার পারফরম্যান্সেই বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত কামব্যাক করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটিং এবং বোলিংয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে ম্যাচের সেরার শিরোপাও জেমিমা রডরিগেজের দখলেই।
গত ম্যাচেই বাংলাদেশের কাছে বিশ্রীভাবে হেরেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেশ মহিরা ক্রিকেট দলের কাচে প্রতমবার ওডিআই ফর্ম্যাটে হারের স্বাদ পেয়েছিল তারা। সেই জায়গা থেকেই এই ম্য়াচে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছিল ভারতীয় মরিলা ক্রিকেট দলের ক্রিকেটাররা। জেমিমা রডরিডের হাত ধরে সেটাই করে দেখাল ভারতীয় মহিলা ক্রিকেট দল। বাংলাদেসের বিরুদ্ধে দ্বিতীয় ওডিাই ম্য়াচে ১০৮ রানে জয় তুলে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাট হাতে যেমন ৮৬ রানের ইনিংস কেলেছিলেন জেমিমা রডরিগেজ। তেমনই ৪ উইকেটও তুলে নিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
৮৬ রান করে ও ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জেমিমা রডরিগেজ
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলেরক অধিনায়ক। শুরুতে ভারতীয় মহিলা দলের সেরা দুটো উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। এদিনও বড় রান করতে ব্যর্থ হয়েছেন স্মৃতি মন্ধনা। সেই জায়গা থেকেই ড়াইটা শুরু করেছিলেন হরমনপ্রীত কৌর ও জেমিমা রডরিগেজ। ৫২ রানে থামতে হয়েছিল হরমনপ্রীত কৌরকে। তবে জেমিমা র়ডরিগেড ছিলেন এদিন বিধ্বংসী ফর্মে। তাঁর ৮৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করেই জয়ের রাস্তাটা কার্যত পাকা করে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
বাংলাদেশের বিরুদ্ধে ২২৮ রান করেছিল ভারতীয় দল। ঘরের মাঠে লক্ষ্যটা যে খুব একটা বিরাট নয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই দিনটাই ছিল জেমিমা রডরিগেজের। ব্যাটিংয়ের পর বোলিংয়েও জেমিমা রডরিগেজ ছিলেন আক্রমণাত্মক ফর্মে। সেখানেই শেষপর্যন্ত মাথা তুলে দাঁড়াতে পারেননি কেউ। তিনি একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট।
ঋতু মণিকে দিয়ে এদিন উইকেচট শিকারটা শুরু করেছিলেন জেমিমা রডরিগেজ। এরপর একে একে বাংলাদেশের অধিনায়ক সহ নাহিদা আখতার ও মারুফা আখতারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। আর তাতেই সিরিজে সমতায় ফিরল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ১০৮ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।