ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে যাত্রা শুরু করার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচেই অনিশ্চিত ভারতীয় দলের তারকা ক্রিকেটার শুভমন গিল। বিশ্বকাপে যাত্রা শুরু হওয়ার আগেই জ্বরে আক্রান্ত হয়েছেন এই তরুণ ক্রিকেটার। সরকারীভাবে কিছু জানানো না হলেও শোনাযাচ্ছে শুভমন গিল নাকি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর তাতেই প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনিশ্চিত এই তরুণ ক্রিকেটার। তাঁর পরিবর্তে ঈশান কিষাণকে খেলানো হতে পারে।
বিশ্বকাপের মঞ্চে শুভমন গিলের মতো ক্রিকেটারকে যদি প্রথম ম্যাচ তেকে ভারতীয় দল না পায় সেটা যে বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি। তবে শোনাযাচ্ছে তিনি নাকি ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যদিও ভারতীয় টিম ্মযানেজমেন্ট মেডিক্যাল রিপোর্টের অপেক্ষাতেই রয়েছে লএই মুহূর্তে। শুক্রবার শুভমন গিলের ফের একটা পরীক্ষা হবে। সেই রিপোর্ট আসার পরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে।
চেন্নাইয়ে পৌঁছনোর পরই জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমন গিল
সাধারণ ভাইরাল ফিভার হলে প্রথম ম্যাচে শুভমন গিলের নামা নিয়ে খুব একটা অসুবিধা নেই বলেই শোনাযাচ্ছে। কিন্ত তেমনটা না হলে যে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়বে তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ভারতীয় দলের অন্যতম প্রধান অস্ত্র শুভমন গিল। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই জ্হবরে আক্রান্ত হয়েছেন তিনি। চেন্নাইয়ে প্রথম ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। শোনাযাচ্ছে চেন্নাইয়ে পৌঁছনোর পরই নাকি জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। ভারতীয় দলের অন্দরে অস্বস্তির আবহ।
এই বছরে ব্যাট হাতে দেশের জার্সিতে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন শুভমন গিল। সেখানেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যেমন দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তেমনই আইপিএলের মঞ্চেও সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এবারের এশিয়া কাপেও শুভমন গিলের ব্যাট থেকে বড় রানের পারফরম্যান্স দেখা গিয়েছিল। সেই থেকেই তাঁকে নিয়ে ধিরে যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না।
কয়েকদিন আগেই শেষ হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ। সেখানেও ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন শুভমন গিল। সবকিছু ঠিকঠাক চললেও হঠাত্ জ্বরে আক্রান্ত হওয়ায় চিন্তা বেড়েছে ভারতীয় দলের অন্দরে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।