ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে পৌঁছে গেল ভারত। কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে ৭০ রানে হারাল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্ৰথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক রোহিত শর্মা এবং শুভমন গিল মিলে প্ৰথম উইকেটে ৭১ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। রোহিত ২৯ বলে ৪৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৪টি ছয়। অন্যদিকে, শুভমন গিল ৬৫ বলে ৭৯ রান করার পর চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। শেষে ক্রিজে এসে তিনি ১ বলে ১ রান করেন। সুতরাং, তিনি ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছয়।
বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার উভয়েই শতরান করেন। কোহলি ১১৩ বলে ১১৭ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ২টি ছয়। অন্যদিকে, শ্রেয়স ৭০ বলে ১০৫ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৮টি ছয় মারেন। তিনি এবং বিরাট মিলে ১৬৩ রানের একটি দারুণ পার্টনারশিপ করেন।
সূর্যকুমার যাদবের ব্যাট থেকে বেশি রান আসেনি। তিনি ২ বলে ১ রান করে নিজের উইকেট হারান। কেএল রাহুল ২০ বলে ৩৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। শেষমেশ ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান করে ভারত। টিম সাউদি ৩টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ১টি উইকেট নিতে সক্ষম হন।
নিউজিল্যান্ডের ব্যাটারদের ধরাশায়ী করেন মহম্মদ শামি
রান তাড়া করতে নেমে শুরুতে সমস্যার মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। দুই ওপেনার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র যথাক্রমে ১৫ বলে ১৩ রান এবং ২২ বলে ১৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর কেন উইলিয়ামসন এবং ড্যারিল মিচেল মিলে ১৮১ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ করেন। উইলিয়ামসন ৭৩ বলে ৬৯ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ১টি ছয় মারেন।
টম ল্যাথাম এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। গ্লেন ফিলিপস ৪টি চার এবং ২টি ছয় সহ ৩৩ বলে ৪১ রান করতে সক্ষম হন। তার এবং ড্যারিল মিচেলের মধ্যে ৭৫ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। ড্যারিল মিচেল ১১৯ বলে ১৩৪ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৭টি ছয়। শেষমেশ ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
এই ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেন মহম্মদ শামি। তিনি ৯.৫ ওভারে ৫৭ রানের বিনিময়ে ৭টি উইকেট শিকার করেন। অন্যদিকে, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব ১টি করে উইকেট শিকার করেন।