বিশ্বকাপের মঞ্চে স্বপ্নের দৌড় অব্যহত আফগানিস্তানের। নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি বিশ্বকাপে সেমিফাইনালের দৌড়ে আরও একধাপ এগোলেন রশিদ খানরা। ওডিআই বিশ্বকাপের মঞ্চে চতুর্থ জয় তুলে নিল আফগান বাহিনী। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কার্যত একপেশে ম্যাচেই জয় তুলে নিয়েছেন রশিদ খানরা। ৭ উইকেটে জিতে সেমিফাইনালের যোগ্যতা নির্ণয়ের পথে আরও একঝাপ এগোল আঈফগানিস্তান। রহমত শাহ ও হসমতউল্লাহ শষাহিদির হাত ধরেই চলতি বিশ্বকাপের মঞ্চে চতুর্থ জয় তুলে নিল আফগান বাহিনী। এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান।
এবারের বিশ্বকাপের মঞ্চে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার মতো দলকে হারিয়েই নিজেদের জানান দিয়েছিল আহগানিস্তান। সেই থেকেই সেমিফাইনালের দাবীদার হিসাবে আফগানিস্তানের নাম নিতে শুরু করেছে সকলে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে অবেকে হাড্ডহাড্ডি লড়াইয়ের একটা প্রত্যাশা করলেও, এদিনও কার্যত হেলায় ম্যাচ জিতে লিগ টেবিলে আট পয়েন্ট নিজেদের ঝুলিত ভরল আফগানিস্তান। ব্যাটি্ং থেকে বোলিং সব জায়গাতেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে সকলকে কার্যত হতবাক করে দিয়েছে আফগান বাহিনি। ডাচ ক্রিকেটারদের এদিন মাথা তুলে দাঁড়ানোর কোনওরকম জায়গাই দেননি হরমতউল্লাহ শাহিদি, রহমত শা-রা।
এই জয়ের সঙ্গেই লিগ টেবিলে পাঁচ নম্বরে উঠে এল আফগানিস্তান
এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল নেদারল্যান্ডস। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি তারা। বরং শুরু থেকেই আফগান বোলারগের হিসাবী বোলিং তাদের চাপে রাখতে শুরু করেছিল। সেখানেই বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন মহম্মদ নবি। একাই এদিন নেদারল্যাব্ডসের সেরা তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। সেইসঙ্গে ৯.৩ ওভার বোলিং করে মাত্র ২৮ রান দিয়েছিলেন এই আফগান বোলার। সেই পারফরম্যান্সটাই যে আফগানিস্তানের জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।
লক্ষ্যটা বড় থাকলেও আফগানিস্তানের বিরুদ্ধে বড় রান তুলতে ব্য্রথই হয়েছিল নেদারল্যান্ডসয ১৭৯ রানেই শেষ হয়ে গিয়েছিল নেদারল্যান্ডসের ইনিংস। বিরাট কোনও অঘটন না ঘটলে সেই জায়গা থেকে যে নেদারল্যান্ডসের জয়ের কতোনও সম্ভাবনা ছিল না তা কার্যত স্পষ্ট ছিল সেই সময় থেকেই। ব্যাট হাতেও আফগান ক্রিকেটাররা হতাশ করেননি কাওকে।
ওপেনিং এদিন বড় পার্টনারশিপ করতে না পারলেও, মিডল অর্ডারের দক্ষ পারফরম্যান্সে ভর করে জয় তুলে নিয়েছে আফগানিস্তান। হসমতউল্লাহ শাহিদি শেষ পর্যন্ত মাঠে থেকে আফগানিস্তানকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৬৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন হসমতউল্লাহ শাহিদি। সেইসঙ্গে অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন রহমত শা।