Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

প্রথম ক্রিকেটার হিসাহে পরপর দুটো ওডিআই বিশ্বকাপে ৫০০+ রান করার রেকর্ড রোহিত শর্মার

নভে. 12, 2023

No tags for this post.
Rohit Sharma. ( Image Source: X(Twitter) )

সেঞ্চুরীর অপেক্ষা থাকলেও শেষপর্যন্ত তা করতে পারেননি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬১ রানেই থামতে হয়েছে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে। সেঞ্চুরী করতে না পারলেও  বিশ্বকাপের মঞ্চে ফের একটা রেকর্ড গড়লেন ভারতী. দলের এই তারকা ক্রিকেটার।  বিশ্ব ক্রিকেচটের প্রথম ক্রিকেচার হিসেবে ওডিআই বিশ্বকাপের মঞ্চে পরপর দুবার ৫০০ রানের গন্ডী টপকালেন রোহিত শর্মা। ২০১৯ সালের পর ২০২৩ সালেও ৫০০ রানে গন্ডী টপকেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ ম্যাচেই সেটা করে দেখালেন এই তাকা ক্রিকেটার।

২০১৯ সালে ভারতী. দলের হয়ে বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। সেবার বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্টুরী করছিলেন রোহিত শর্মা। ভারতী. দলের হ.য়ে সেবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক ছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারা এই ম্যাচেও ধরে রেখেছেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নবম ম্যাচে নেমেছিলেন দ্য হিটম্যান। সেখানেও ৫০০ রানের গন্ডী টপকালেন এই তারকা ক্রিকেটার। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধেই ৫০০ রান সম্পূর্ণ করলেন তিনি।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে এদিন ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ওপেনিংয়ে সুভমন গিলকে সঙ্গে নিয়ে শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। তাঁর হাত থেকেও ছিল একের পর এক বড় শটের ঝলক। সেই থেকেই রোহিত শর্মার ব্যাট থেকে সেঞ্চুরীর প্রত্যাশায় ছিলেন সকলে। যদিও শেষপর্যন্ত হয় নি। কিন্তু রোহিত শর্মার কেকর্ড গড়া থেকে ব্যর্থ হননি। গত ওডিআই বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৩ রান। এবারের বিশ্বকাপেও ৫০০ রানের গন্ডী টপকালেন তিনি।

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ৫০৩ রান করলেন রোহিত শর্মা। সেই পারফরম্যান্স দেখে সকলই আপ্লুত। এবারের বিশ্বকাপের শুরু থেকেই রোহিত শর্মার ব্যাটে রয়েছে বড় রানের ঝলক। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। সেখানেই রোহিত শর্মা গড়লেন এক বিশেষ রেকর্ড। গত বিশ্বকাপের মঞ্চে রোহিত শর্মা করেছিলেন ৬০৯ রান।  এবার রোহিত শর্মা ৫০৩ রান করেছেন।

ইতিমধ্যেই ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানেও রোহিত শর্মার ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যাবে বলেই মনে করছেন সকলে। যদিও ভারতীয় হিসাবে এবারের বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। রোহিত শর্মার এদিন ৬১ রানের ইনিংসটি সাজানো রয়েছে ৮টি চার ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে।

সম্পর্কিত পোস্ট

সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত, ৬ রানে হারল অস্ট্রেলিয়া

সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত, ৬ রানে হারল অস্ট্রেলিয়া

Team India. (Photo Source: BIJU BORO/AFP via Getty Images) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত। শেষ ম্যাচটিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৬ রানে হারল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার...

তাইজুল ইসলামের ৬ উইকেট, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

তাইজুল ইসলামের ৬ উইকেট, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

Kane Williamson. ( Photo Source: X(Twitter) বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল নানান সমালোচনা। সেই ক্ষতেই খানিকটা হলেও মলম লাগালেন বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন...

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত, চতুর্থ ম্যাচে ২০ রানে হারল অস্ট্রেলিয়া

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত, চতুর্থ ম্যাচে ২০ রানে হারল অস্ট্রেলিয়া

Team India. ( Photo Source: X(Twitter) ) চতুর্থ টি-২০ ম্যাচে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ২০ রানে হারাল ভারত। একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এই মুহূর্তে তারা সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে...

Subscribe to Telegram
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy