বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরী দেখার অপেক্ষায় গোটা ইডেন গার্ডেন্স এবার নীল রঙে সেজেছিল। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালের মঞ্চে নামছে ভারত। ২০ বছরের প্রতিশোধের অপেক্ষায় গোটা দেশ। রবিবারের নরেনেদ্র মোদী স্টেডিয়ামে রং নীল। ভারতের বিশ্বকাপ জয়ের স্বাক্ষী থাকার ডন্য এগদিন আহমেদাবাদের স্টেডিয়াম ভরে উঠেছে কানায় কানায়। সেখানেই গোটা স্টেডিয়ামের রং এদিন নীল। ফাইনালের আগে থেকেই সেজে উঠতে শুরু করেছিল আহমেদাবাদ। গোটা শহর জুড়ে শুধুই ছিল ভারতীয় দলের জার্সির চাহিদা।
ইঙ্গিতটা সেই সময় থছেকেই পাওয়া গিয়ে্ছিল। এদিন এক লক্ষ সমর্ছথক প্রস্তুত রোহিত শর্মা, বিরাট কোহলির উদ্দেশ্যে গলা ফাটানোর জন্য। অস্ট্রেলিয়ার সমরক্থক আদৌ এদিন গ্যালারীতে রয়েছে কিনা সেটা এখন থেকেই বলা সম্ভব। ফাইনালের আগে স্টেডিয়ামের যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকের রংই নীল। মেন ইন ব্লুর জার্সিতে ছেয়ে গিয়েছে গোচটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ভারতীয় দলের টুয়েলভথ ম্যনরা তাদের কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। সেখানেই শুধু বিরাট কোহলি, রোহিত শর্মাদের সাফল্যের অপেক্ষায় রয়েছেন সকলে।
২০ বছর পর ভারতের সামনে বিশ্বকাপের প্রতিশোধের সুযোগ
সেখানেই রোহিত শর্মা মাঠে আসার পরই উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সেই থেকেই সমর্থকদের গলা ফাটানো শুরু। ফাইনালের মঞ্চে অবশ্য টস জিতেত পারেনি রোহিত শর্মা। তবে অস্ট্রেলিয়ার অধিনায়র প্যাট কামিন্স ভারতীয় দলকে প্রথমে ব্যাটিং করারই সুযোগ দিয়েছেন। আর সেই সিদ্ধান্ত শোনার পর থেকেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারী থেকে শোনাযাচ্ছে গর্জন। ভারতীয় দলকে সমলানোর পাশাপাসি গোটা ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়াকে যে এই গর্জনেক সামলাতে হবে তা বলার অপেক্ষা রাখে না।
২০০৩ সালে শেষবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেখানে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার কাছে পারেনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। ২০ বছর পর ফের একতবার বদলার সুযোগ ভারতের সামনে। তাও আবার ঘরের মাঠে। সেই মুহূর্তের স্বাক্ষী হতেই এদিন নরেন্দ্র মোদী স্টেডিয়াম কানায় কানায় ভর্তি। এক লক্ষ সমর্থকের সামনেই এদিন খেলতে নামবেন বিরাট কোহলিরা। আর তাতেই সম্পূর্ণ স্টেডিয়ামের রং এদিন নীল। টিম ইন্ডিয়ার জার্সিতেই সেজে উঠেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারী।
স্টেডিয়ামের ওমন চিত্র দেখে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা খানিকটা হলেও চমকে গিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত এই মাঠে কোন দল সাফল্য পান সেটাই দেখার অপেক্ষা।