ফাইনালে অক্ষর পটেলের পরিবর্তে প্রথম একাদশে এলেন ওয়াশিংটন সুন্দর

সেপ্টে. 17, 2023

No tags for this post.
Spread the love
Washington Sundar. ( Photo Source: Harry Murphy/Sportsfile via Getty Images )

জল্পনাটা শনিবার থেকেই শুরু হয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। ভারতীয় দলের প্রথম একাদশে অক্ষর পটেলের পরিবর্তে সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর। শনিবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই শুরু হয়েগিয়েছিল নানান হিসাব নিকাশ। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময়ই নাকি পেশীতে চোট পেয়েছিলেন অক্ষর পটেল। সেই থেকেই ফাইনালের মঞ্চে তাঁর খেলা ঘিরে দেখা দিয়েছিল অনিশ্তচয়তা। শনিবারই তাঁর চিটকে য়াওয়ার খবর দিয়েছিল বিসিসিআই। সেই জায়গাতে দলে এসেছিলেন ওয়াশিংটন সুন্দর।

কিন্তু এই তরুণ  ক্রিকেটার ভারতের প্রথম একাদশে সুযোগ পান কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। রবিবার প্রথম একাদশে সেই ওয়াশিংটন সুন্দরকে রেখেই দল ঘোষণা ভারতের।  শ্রীলঙ্কার বিরুদ্ধে দলে বেশী স্পিনার নিয়েই খেলার ইঙ্গিত দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেেন্ট।ওয়াশিংটন সুন্দরকে রেখেই প্রথম একাদশে সাজিয়েছে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে একজন অফ স্পিনারকে খেলাতে চাইছিল ইন্ডিয়া টিম ম্যানেজমেন্ট। অক্ষর পটেলের চোটটাই ভারতীয় দলের সামনে সেই সুযোগটা এবার এনে দিল। ওয়াশিংটন সুন্দরের পারফর্ম্যান্স দেখার অপেক্ষাতেই এখন রয়েছেন সকলে।

পেশীর চোটের জন্য ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ওয়াশিংটন সুন্দর

দেশের জার্সিতে বেশ ধারাবাহিক পারফরম্যান্সই দেখিয়েছেন ওয়াসি্ংটন সুন্দর। তাঁর অফস্পিনের সুবিধাই এবার ভারতীয় দল কাজে লাগানোর জন্য মরিয়া হয়ে রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার। অক্ষর পটেলর হাল্কা চোট রয়েছে। আর সেই কারণেই এবার ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় দলে ডাকা হয়েছিল। এবার সেই অক্ষর পটেলের পরিবর্তেই তাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর অফ স্পিনের সামনে বারবারই বাঁ হাতি ব্যাটাররা সমস্যায় পড়েছেন। শ্রীালঙ্কার বিরুদ্ধেও সেটাই কাজে লাগাতে চাইছে ভারতীয় দল।

শেষবার এই বছর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন ওয়াশিংটন সুন্দর। সেখানে বেশ ভালই পারফরম্যান্স করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ওয়াশিংটন সুন্দরকে নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে। ফাইনালের মঞ্চে কার্যত সকলকে চটমকে দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচেও ওয়াশিংটন সুন্দর সেই  চমক দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

অক্ষর পটেল চোট পাওয়ার পরই ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় শিবিরে ডেকে পাঠানো হয়েছিল। সিদ্ধান্ত নিতে খুব একটা দেরী করতে চায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শনিবারই শ্রীলঙ্কায় ভারতীয় শিবিরে যোগ দিয়েছি্লেন ওয়াশিমটন সুন্দর। ২৪ ঘন্টার মধ্যেই ভারতীয় দলের প্রথম একাদশেও চলে এলেন তিনি। এখন শুধুই ওয়াশিংটন সুন্দর সাফল্য পান কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
MCW Thunders Into the Cricket Scene with the Mississauga Partnership of the Bangla Tigers
MCW and San Francisco Unicorns: Gold Meets Orange, Deal is Sealed
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8