বিশ্বকাপের ট্রফি নিয়ে মাঠে সচিন তেন্ডুলকর, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

অক্টো. 5, 2023

No tags for this post.
Spread the love
Sachin Tendulkar. ( Image Source: Twitter )

বিশ্বকাপের মঞ্চে সচিন তেন্ডুলকর। দীর্ঘ  ১২ বছর আগে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। ঘরের মাঠে ফের একবার বিশ্বকাপের আসর। ২০১১ সালের পর ফের একবার সচিন তেন্ডুলকরের হাতে বিশ্বকাপের ট্রফি। তবে ক্রিকেটার নয়, অন্য ভূমিকায় সচিন তেন্ডুলকর। মাঠে তাঁর উপস্থিতি দেখেই আপ্লুত সকলে। ইংল্যান্ড বনাম নিউ জিল্যান্ড ম্যাচেও ফের একবার সচিনের নামে জয়ধ্বনমী শোনা গেল গ্যালারী থেকে। বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সচিন তেন্ডুলকরের হাতেই বিশ্বকাপের ট্রফি এল মাঠে। আর তাতেই আপ্লুত সকলে।

ঘরের মাঠেই কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন সচিন তেন্ডুলকর। ঘরের মাঠে কেরিয়ারের শেষ বিশ্বকাপে নেমেছিলেন ২০১১ সালে। সেখানেই স্বপ্নপূরণ হয়েছিল তাঁর। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল বিশ্বকাপের লড়াই। সেখানেই প্রধান অতিথি হিসাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এলেন সচিন তেন্ডুলকর। এবার আর বাইশ গজের লড়াইয়ে নয়। বিশ্বকাপের মঞ্চে দর্শকের ভূমিকাতেই দেখা যাবে এই প্রাক্তন কিংবদন্তী তারকা ক্রিকেটারকে। সেই ছবি দেখেই আপ্লুত সকলে। আহমেদাহবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও দর্শকদের তাঁকে দেখে উচ্ছ্বাস ছিল দেখার মতো। বিশ্বকাপ হাতে সচিনের মাঠে প্রবেশ করার পর থেকেই উচ্ছ্বাস ছিল দেখার মতো।

২০১১ সালে কেরিয়ারের প্রথম বিশ্বকাপ জিতেছিলেন সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর মাঠে ঢোকার সঙ্গেই গ্যালারীতে উচ্ছ্বাস ছিল দেখার মতো। সেখানেই বিশ্বকাপের পাশে সচিন তেন্ডুলকরের ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ ফেলে দিয়েছিল।  সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ছবিই এখন ঘুরে বেড়াচ্ছে।  সকলে তো বলতেই শুরু করে দিয়েছেন ক্রিকেটের ভগবানের পাশে বিশ্বের সেরা ট্রফি। এই বিশ্বকাপের লড়াই শেষপর্যন্ত কোন দলে পক্ষে যায় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে এই মুহূর্তে সকলে। দীর্ঘ ১২ বছর পর ফের একবার ভারতের ট্রফি ক্যাবিনেটে  বিশ্বকাপের ট্রফি দেখা যায় কিনা সেটা দেখার অপেক্ষায় যে সচিন তেন্ডুলকরও রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না।

টস জিতে এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। জল্পনাটা আগে থেকেই চলছিল, হলও সেটাই। প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে নেই নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। একইসঙ্গে ইংল্যান্ড শিবিরেও এদিন নেই তারকা ক্রিকেটার বেন স্টোকস।

ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে পৌঁছেছে। আর সেই ম্যাচেই সচিন তেন্ডুলকরের উপস্থিতি যে ম্যাচের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador