মহালয়ার দিন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান, ইডেনে ১২-র পরিবর্তে ১১ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান

আগস্ট 19, 2023

Spread the love
Cricket World Cup Trophy. (Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের দিন একদিন এগোনোর ইঙ্গিতটা আগেই পাওয়া গিয়েছিল।যদিও সরকারীভাবে আইসিসির তরফ থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানার অপেক্ষায় ছিলেন সকলে। সেইসঙ্গেই ইডেন গার্ডেন্সে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হওয়া নিয়েও একটা জটিলতা দেখা গিয়েছিল। অবশেষে আহমেদাবাদের পাশাপাশি কলকাতাতেও  ম্যাচের দিন বদলালো । আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ১৫-এর পরিবর্তে ১৪ অক্টোবর। অন্যদিকে কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ হবে  ১২-এর পরিবর্তে ১১ নভেম্বর। বুধবারই ৯টি ম্যাচের পরিবর্ত সূচী প্রকাশ করল আইসিসি।

বিশ্বকাপের সূচী ঘোষমার পর থেকেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল। আইসিসির সূচী অনুযায়ী সেই ম্যাচ হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু সেই দিন থেকে গুজরাতে শুরু হবে নবরাত্রি। আর সেই কতা মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না দিতে পারার কথা আহমেদাবাদ পুলিশের তরেফে জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিসিসিআইয়ের তরফেও আইসিসিকে আবেদন করা হয়েছিল ম্যাচের দিন বদলের জন্য। সেই থেকেই শুরু হয়ে গিয়েছিল নানান হিসাব নিকাশ। এই ম্যাচের পাশাপাশি আরও কয়েকটা ম্যাচের দিন পরিবর্তন নিয়েও যে কথা হতে পারে এমনটা শোনা গিয়েছিল।

এমন পরিস্থিতিতেই আগামী ১২ নভেম্বর কলকাতায় ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ ঘিরেও একটা জটিলতা দেখা গিয়েছিল। সেদিন কালী পুজোর থাকার ফলেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে পারা নিয়ে সমস্যার কথা সিএবিকে জানানো হয়েছিল কলকাতা পুলিশের তরফে। সিএবির তরফে বিসিসিআইয়ের সঙ্গেও সেই  সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। আহমেদাবাদে ভারত বনাম পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে যাওয়ার ইঙ্গিতটা আগে থেকে পাওয়া গেলেও, ইডেন ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের দিন পরিবর্তন হবে কিনা তা নিয়ে একটা জটিলতা ছিলই।

বুধবার আইসিসি পরবর্তিত সূচী ঘোষণা করেছে।  সেখানে আহমেদাবাদের ম্যাচের দিন পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান বনাম ইংল্যান্ডের দিন পরিবর্তনের  সিদ্ধান্তও ঘোষণা করে দিয়েছে আইসিসি। কালী পুজোর আগের দিনই হবে কলকাতায় ইংল্যান্ড বনা্ম পাকিস্তান ম্যাচ। এই দুই ম্যাচের পাশাপাশি আরও বেশ কয়েকটা ম্যাচের দিন পরিবর্তন করা হয়েছে আইসি্সির তরফে। ১১ নভেম্বর থেকে সরে ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হবে এবার ১২ নভেম্বর।

আইঅসিসি ওডিআই বিশ্বকাপের পরিবর্তিত ৯টি ম্যাচের সূচী

ইংল্যান্ড বনাম বাংলাদেশ – ১০ অক্টোবর, মঙ্গলবার ( সকাল ১০.৩০)

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা – ১০ অক্টোবর, মঙ্গলবার (দুপুর ২ টো )

অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – ১২ অক্টোবর, বৃহস্পতিবার ( দুপুর ২টো )

নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ – ১৩ অক্টোবর, শুক্রবার ( দুপুর ২ টো)

ভারত বনাম পাকিস্তান- ১৪ অক্টোবর, শনিবার( দুপুর ২ টো )

ইংল্যান্ড বনাম আফগানিস্তান – ১৫ অক্টোবর, রবিবার ( দুপুর ২ টো)

অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ – ১১ নভেম্ব, শনিবার, ( সকাল ১০.৩০)

ইংল্যান্ড বনাম পাকিস্তান – ১১ নভেম্বর, শনিবার ( দুপুর ২ টো)

ভারত বনাম নেদারল্যান্ডস – ১২ নভেম্বর, রবিবার ( দুপুর ২ টো)

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador