এশিয়ান গেমসের মঞ্চেও যশস্বী জয়সওয়ালের ঝড়। আর তাতেই নেপালকে উড়িয়ে এশিয়ান গেমসের সেমি ফাইনালে ভারত। পদক জয়ের থেকে আর মাত্র এরক ধাপ দূরে রয়েছে টিম ইন্ডিয়া। কয়েকদিন আগেই ভারতীয় মহিলা ক্রিকেট দল সোনা দিতে ইতিহাস তৈরি করেছে এশিয়ান গেমসের মঞ্চ। এবার সেই লক্ষ্যেই ভারতীয় পুরুষ ক্রিকেট দলও। সেখানেই প্রথম ম্যাচে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের সামনে ছিল নেপাল। তাদের বিরুদ্€দে ২৩ রানে জয় দিয়েই এবারের এশিয়ান গেমসে যাত্রা শুরু করেছে ভারতীয় পুরুষ ক্রিকেট দল।
ক্রম তালিকায় ওপরে থাকার ফলে কোয়ার্টার ফাইনাল থেকেই যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। সেখানই ফের একবার ব্যাটে রানের ঝড় উঠল যশস্বী জসওয়ালের ব্যাট থেকে। এবারের আইপিএলের নিজের পারফরম্যান্স প্রদর্শন করেছেন তিনি। ভারতের জার্সিতেও যশস্বী জয়সওয়ালের পারফরম্যান্স দেখেছেন সকলে। সেই ধারা এশিয়ান গেমসের মঞ্চেও ধরে রেখেছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই শেষপর্।ন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন। সোনা জিতে রুতুরাজ গায়কোয়াড়া ফিরতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
সেঞ্চুরী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল
এদিন জস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেনম ভারতীয় দলের অধিনায়.ক রুতুরাজ গায়কোয়াড়। সেখানেই শুরু থেকেই ছিল যশস্বী জয়সওয়ালের রানের ঝড়। এশিয়ান গেমসের প্রথম প্রখম ম্যাচেই সেঞ্চুরী ইনিংস খেলে যাত্রা শুরু করেছেন তিনি। একইসঙ্গে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এসিয়ান গেমসের সেঞ্চুরী করার রেকর্ডও গড়ে ফেলেলন যশস্বী জয়সওয়াল। তাঁর সেঞ্চুরী ইনিংস ভর করেই যে এদিন জয়ের রাস্তাটা তৈরি করে ফেলেছেন ভারতীয় দল। ৪৯ বলে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর গোটা ইনিংস জুড়ে ছিল ছয় ও চারের বন্যা।
গোটা ইনিংসে ৮টি চার ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। আর তাতেই আপ্লুত হয়েছেন সকলে। এই ম্যাচেই শেষের দিকে ব্যাট করতে নেমে নদর কেড়েছেন রিঙ্কু সিং। শেষ দিকে রিঙ্কু সিংয়ের ১৫ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে ২০২ রানে পৌঁছতে পেরেছিল ভারতীয় দল। তাঁর ইনিংসটি সাজানো রয়েছে ৪টি ছয় ও ২টি বাউন্ডারি দিয়ে।
২০২ রানের জবাবে ব্যাট করতে নেমে লড়াই করার চেষ্টা করলেও শেষরক্ষা করতে পারেনি নেপাল। ভারতীয় দলের বোলিংয়ের সামনে ১৭৯ রানেই থামতে হয় নেপালকে। এই ম্যাচে নেপালের কোনো ব্যটারই ৫০ রানের গন়্ডী টপকাতে পারেননি। আভেশষ খান ও রবি বিষ্ণোইদের সামনে মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা। দুই ভারতীয় বোলারই ৩টি করে উইকেট তুলে নিয়েছেন এদিন।