This content has been archived. It may no longer be relevant
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৮ তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) ১ রানে পরাজিত করল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। এই মরসুমে এটি ছিল তাদের অষ্টম জয়।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানা। শুরুতেই করণ শর্মার উইকেট হারায় এলএসজি। আরেক ওপেনার কুইন্টন ডি কক ২টি ছয় সহ ২৭ বলে ২৮ রান করেন। প্রেরক মানকড় শুরুটা ভালো করেছিলেন কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ৫টি চার সহ ২০ বলে ২৬ রান করেন। মার্কাস স্টয়নিস এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক ক্রুনাল পান্ডিয়াও ব্যাট হাতে ব্যর্থ হন। এরপর নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি মিলে পরিস্থিতি সামাল দেন। তারা দুজনে মিলে ৭৪ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। পুরান ৩০ বলে ৫৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৫টি ছয় মারেন। আয়ুশ বাদোনি ২টি চার এবং ১টি ছয় সহ ২১ বলে ২৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
শেষে কৃষ্ণাপ্পা গৌতম ৪ বলে অপরাজিত ১১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। লখনউ সুপার জায়ান্টস স্কোরবোর্ডে ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলে। বৈভব আরোরা, সুনীল নারিন এবং শার্দুল ঠাকুর যথাক্রমে ৪ ওভারে ৩০ রান, ৪ ওভারে ২৮ রান এবং ২ ওভারে ২৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট শিকার করেন।
আইপিএল ২০২৩-এর প্লেঅফসে খেলার যোগ্যতা অর্জন করল এলএসজি
কেকেআরের দুই ওপেনার জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার মিলে আক্রমনাত্মকভাবে ইনিংস শুরু করেন। তারা দুজনে মিলে ঝোড়ো গতিতে ৬১ রানের পার্টনারশিপ করেন। আইয়ার ১৫ বলে ২৪ রান করে আউট হন। এরপরেই কেকেআরের রানের গতিতে লাগাম লেগে যায়। অধিনায়ক নীতিশ রানা এবং রাহমানুল্লাহ গুরবাজ এই ম্যাচে বেশি রান করতে পারেননি। রয় ৭টি চার এবং ১টি ছয় সহ ২৮ বলে ৪৫ রান করেন। আন্দ্রে রাসেল ব্যাট হাতে ব্যর্থ হন। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যান রিঙ্কু সিং। তিনি ৩৩ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে কেকেআর।
রবি বিষ্ণোই এবং যশ ঠাকুর যথাক্রমে ৪ ওভারে ২৩ রান এবং ৩ ওভারে ৩১ রান দিয়ে ২টি করে উইকেট শিকার করেন। ক্রুনাল পান্ডিয়া এবং কৃষ্ণাপ্পা গৌতম যথাক্রমে ৪ ওভারে ৩০ রান এবং ৪ ওভারে ২৬ রান দিয়ে ১টি করে উইকেট নেন। এই ম্যাচটিতে জয় পাওয়ায় প্লেঅফসে চলে গেল এলএসজি। অন্যদিকে, আইপিএল ২০২৩-এ কলকাতা নাইট রাইডার্সের যাত্রা এখানেই শেষ হল।