Today's Latest Bangla Sports News | Sports News in Bengali | MCW Sports

সচিনের শহরেই তাঁর রেকর্ড ভেঙে ওডিআই ফর্ম্যাটে ৫০ সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি

নভে. 15, 2023

No tags for this post.
Virat Kohli. ( Photo Source: Robert Cianflone/Getty Images )

সচিন তেন্ডুলকরের শহরেই তাঁর রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। বিশ্বকাপের মঞ্চেই ওডিআই ফরম্যাটে সেঞ্চুরীর হাফ সেঞ্চুরী সম্পূর্ণ বিরাট কোহলি। সচিনের ঘরের মাঠেই তাঁর রেকর্ড ভেঙে বিরাট কোহলি এখন ৫০টি সেঞ্চুরীর মালিক।  ঐতিহ্যের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই দীর্ঘ অপেক্ষার অবলান ঘটালেন কিং কোহলি।   বিরাট কোহলির সেঞ্চুরী পাওয়ার সঙ্গেই সম্পূর্ণ ওয়াংখেড়ে এদিন গা ভাসিয়েছিল বিরাট কোহলির ইতিহাস গড়ার আনন্দের উচ্ছ্বাসে। আর সেই ছবি দেখেই আপ্লুত সকলে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১০৬ বলে কেরিয়ারের বহু প্রতিক্ষীত সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি।

ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁয়েছিলেন বিরাট কোহলি। সেই ম্যাচে ওডিআই ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরী করেছিলেন তিনি। কিন্তু অপেক্ষাটা তখনও শেষ হয়নি। কারণ সকলের চোখেই যে এবার বিরাট কোহলির ৫০তম সেঞ্চুরী দেখার প্রত্যাশা ছিল। অবশেষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেটাই করে দেখালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই বিরাট বন্দনা এদিন।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি

রোহিত শর্মা ফেরার পরই মাঠে এসেছিলেন বিরাট কোহলি। সেই থেকেই বিরাট কোহলিকে নিয়ে প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছিল সকলের। আইসিসির নক আউট পর্বে ১৪টি ম্যাচ খেলে ফেললেও কখনও সেঞ্চুরী করতে পারেননি বিরাট কোহলি। ৯৪ রানই চিল তাঁর সর্বোচ্চ। সেই সমস্ত রেকর্ড কী বিরাট কোহলি পারবেন এই ম্যাচে ভাঙতে। এই প্রশ্নই সকলের মুখে ঘোরাফেরা করছিল। ওয়াংখেড়ের বাইশগজ থেকই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কিং কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৫০তম সেঞ্চুরী হাঁকিয়েই ভেঙে দিলেন আইডল সচিন তেন্ডুলকরের রেকর্ড।

বিরাট কোহলির রান যখন ৯০, সেই সময় থেকেই সকলের মুখে ছিল উদ্বেগের ছাপ। মনে প্রাণে সেই সময় সকলেই চাইছেন বিরাট কোহলির সেঞ্চুরী দেখতে। প্যাভিলিয়নে বসে থাকা রোহিত শর্মার চোখ চোখে মুকেও তখন বিরাট কোহলির সেঞ্চুরী দেখার প্রত্যাশার ছাপ স্পষ্ট। তেমনই ওয়াংখেড়ের অগুন্তী দর্শকও বিরাটের সেঞ্চুরীর অপেক্ষ সময় গুনছে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। দু রান নিয়েই সেঞ্চুরী সম্পূর্ণ করলেন বিরাট কোহলি।

এরপরি মাঠে ছিল বাধনছাড়া উচ্ছ্বাস। মাঠেই বসে নিজের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ করলেন বিরাট কোহলি। আর তাঁকেই গ্যালারী থেকে স্বাগত জানালেন মাস্টার ব্লাস্টার। গ্যালারীতে বসে থাকা ডেভিড বেকহ্যামও আপ্লুত তখন বিরাট কোহলিকে দেখে। কঠিন সময়ে ভারতের ভিত মজবুত করার পাশাপাশি গড়লেন একাধিক রেকর্ডও। শেষপর্যন্ত ১১৩ বলে ১১৭ রানের ইনিংস খেললেন বিরাট কোহলি। সেখানেই তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ৯টি চার ও ২ টো ওভার বাউন্ডারি।

সম্পর্কিত পোস্ট

সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত, ৬ রানে হারল অস্ট্রেলিয়া

সিরিজের শেষ ম্যাচেও জয় পেল ভারত, ৬ রানে হারল অস্ট্রেলিয়া

Team India. (Photo Source: BIJU BORO/AFP via Getty Images) পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত। শেষ ম্যাচটিতে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে ৬ রানে হারল ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন দল। এই ম্যাচে টসে জিতে প্ৰথমে বোলিং করার...

তাইজুল ইসলামের ৬ উইকেট, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

তাইজুল ইসলামের ৬ উইকেট, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

Kane Williamson. ( Photo Source: X(Twitter) বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল নানান সমালোচনা। সেই ক্ষতেই খানিকটা হলেও মলম লাগালেন বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন...

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত, চতুর্থ ম্যাচে ২০ রানে হারল অস্ট্রেলিয়া

এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল ভারত, চতুর্থ ম্যাচে ২০ রানে হারল অস্ট্রেলিয়া

Team India. ( Photo Source: X(Twitter) ) চতুর্থ টি-২০ ম্যাচে ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে ২০ রানে হারাল ভারত। একটি ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। এই মুহূর্তে তারা সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচে টসে জিতে প্রথমে...

Subscribe to Telegram
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador
Generated by Feedzy