সহজ ক্যাচ মিস শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি ও ঈশানের, সোশ্যাল মিডিয়ায় শুরু ট্রোল

সেপ্টে. 4, 2023

No tags for this post.
Spread the love
Virat kohli, Shreyas Iyer & Ishan Kishan. ( Image Source: Disney+hotstar )

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ড্র হয়ে গিয়েছে। সোমবার নেপালের বিরুদ্ধে নেমেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিততে পারলেই  সুপার ফোরের রাস্তা পাকা করে ফেলবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই ম্যাচেরপ শুরুতেই ভারতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাত্ই ট্রোলের বন্যা। বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং ঈশান করিষাণদের নিয়েই চলছে নানান ধরমের ট্রোল। হবে নাই বা কেন, ভারতের এই তিন তারকা ক্রিকেটারই য়েসহজ ক্যাচ মিস করেছেন ম্যাচের শুরুতেই। আর তাতেই কার্যত ট্রোল শুরু হয়েছে।

পাওয়ার প্লের মধ্যেই তিনটি ক্যাচ মিস করেছেন ভারতীয়দলের সেরা তিন ক্রিকেটার।প্রথমেই স্লিপে শ্রেয়স আইয়ার সাহজ ক্যাচ মিস করেছেন। এরপরই ক্যাচ মিস করেন বিরাট কোহলি। সেই সুযোগ হাতছাড়া করার পর থেকেই বারকতীয়দলের ফিল্ডিমং নিয়ে প্রস্ন উঠতে শুরু করে দিয়েছে। পাওয়ার প্লের মধ্যেই মহম্মদ সামির বলে ফের একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু এবারসহজ ক্যাচ মিস করেন ভারতীয়. দলের তরুণ উইকেটকিপার ঈশান কিষাণ। আর তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতীয় দলের অধিনায়কের

নেপালের বিরুদ্ধে ভারতীয় দল যে ধারেভারে এগিয়ে থেকেই মাঠে নেমেছিল তা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেপাল ১০০ রানের গন্ডীও টপরকাতে পারেনি। ভারতীয় দলের বিরুদ্ধেও যে তেমনই একটাচিত্র দেখা যেতে চলেছে এমনটাই আশঙ্কা করেছিলেন সকলে। কিন্তু ভারতের ফিল্ডিং দেখার পর খািকটা হতাসই হয়েছেন সকলে। বিশেষ করে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের মতো তারকা ক্রিকেটারদের ক্যাচ মিস হতবাকই করেছে সকলকে। আর সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেননি নেপালের ওপেনাররা।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই নেপালের বিরুদ্ধে চাপ তৈরি করার পরিকল্পনা ছিল টিম ইন্ডিয়ার অধিনায়কের। জসপ্রীত বুমরার পরিবর্তে এই ম্যাচে ভারতীয় দলে সুয়োগ পেয়েছেন মহম্মদ সামি। বোলাররা সুরু থেকে নিজেদের কাজটা করা শুরু করলেও ফিল্ডারেদের ভুলে বারবারই সমস্যায় পড়তে হচ্ছিল তাদের।পাওয়ার প্লে-তেই তিনটি ক্যাচ ফস্কান ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা।

যদিও শেষপর্যন্ত নেপালের প্রতম উইকেটতুলে নেন শার্দূল ঠাকুর। কিন্তু বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং ঈাশান কিষাণদের এমনভাবে ক্যাচ মিস হওয়ার ঘটনা নিয়ে যে সমালোচনা চলবে তা বলার অপেক্ষা রাখে না। তার আগেই অবশ্য সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে ট্রোল।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador