দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ১০৬ রানে জয় পেল ভারত। এই ম্যাচটিতে জয় পাওয়ার মাধ্যমে সিরিজ ১-১ ড্র করল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।
এই ম্যাচটিতে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এডেন মার্করাম। ব্যাট করতে নেমে ৬ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান শুভমন গিল। কেশব মহারাজের বলে তিনি এলবিডব্লিউ হন। তবে রিভিউ নিলে তিনি আউট হওয়া থেকে রক্ষা পেতেন কারণ বল উইকেট মিস করছিল। তিলক বর্মা তার প্ৰথম বলেই আউট হয়ে যান। এরপর, যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক সূর্যকুমার যাদব মিলে ১১২ রানের একটি অনবদ্য পার্টনারশিপ করেন। যশস্বী ৪১ বলে ৬০ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে নিজের উইকেট হারান। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৩টি ছয়। অন্যদিকে, সূর্যকুমার একটি দুরন্ত শতরান করেন। তিনি ৭টি চার এবং ৮টি ছয় সহ ৫৬ বলে ১০০ রান করেন।
রিঙ্কু সিং ১০ বলে ১৪ রান করে আউট হন। জিতেশ শর্মা ৪ বলে ৪ রান করে হিট উইকেট হন। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা ২ বলে ৪ রান করে রান আউট হন। শেষমেশ ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে ভারত। কেশব মহারাজ এবং লিজাড উইলিয়ামস ২টি করে উইকেট শিকার করেন। নান্দ্রে বার্গার এবং তাবরেজ শামসি ১টি করে উইকেট নেন।
৩৭ বল বাকি থাকতেই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা
রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার ম্যাথু ব্রিটজকে এবং রেজা হেনড্রিক্স যথাক্রমে ৩ বলে ৪ রান এবং ১৩ বলে ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এডেন মার্করাম ৩টি চার এবং ২টি ছয় সহ ১৪ বলে ২৫ রান করতে সক্ষম হন। হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকেও বেশি রান আসেনি। তিনি ৫ বলে মাত্র ৫ রান করে নিজের উইকেট হারান। ডোনোভান ফেরেরা ১১ বলে ১২ রান করে আউট হন। অ্যান্ডিল ফেহলাকওয়াইও এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ডেভিড মিলার। তিনি ২টি চার এবং ২টি ছয় সহ ২৫ বলে ৩৫ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। শেষমেশ ১৩.৫ ওভারে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। কুলদীপ যাদব বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ২.৫ ওভারে ১৭ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেন। রবীন্দ্র জাদেজা ২টি উইকেট নেন। মুকেশ কুমার এবং অর্শদীপ সিং ১টি করে উইকেট পান।