৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের উত্সবে সামিল সচিন থেকে বিরাট কোহলি সহ সকল ক্রিকেটার

আগস্ট 19, 2023

No tags for this post.
Spread the love
Sachin Tendulkar and Ravindra Jadeja. (Photo Source: Twitter)

৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে মেতেছে গোটা দেশ। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশদের পরাধীনতার জাল থেকে মুক্ত হয়েছিল ভারতবর্ষ। সেই স্বাধীনতা দিবস উদযাপনেই এখন মেতেছে সকলে। দেশের সাধারণ মানুষ থেকে ক্রিকেটের জগতের তারকারা, সকলেই এদিন স্বাধীনতার আনন্দে গা ভাসিযেছেন। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি, স্বাধীনতা দিবসের আনন্দে গা ভাসিয়েছেন তারাও। সোশ্যাল মিডিয়াতেই সকলের উদ্দেশ্যে স্বাধীনতা দিবস উদযাপনের শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহলি সহ সকল ক্রিকেটার।

এই বছরই দেশের মাটিতে বিশ্বকাপের মঞ্চে নামতে চলেছে ভারতীয় দল।  কার আগেই অবশ্য রয়েছে এশিয়া কাপ প্রতিযোগিতা। সেখানে ভারতীয় দল জিততে পারবে কিনা তা তো সময়ই বলবে। আপাতত দেশের মাটিতেই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটাররা। এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকোটার রোহিত শর্মা,  বিরাট কোহলি সহ রবীন্দ্র জাদেজারা। সেই ছুটির মাঝেই স্বাধীনতা দিবস উদযাপনের উতসবে মেতেছেন প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

এই বছরেই ভারতের ঘরের মাঠে হতে চলেছে ওডিআই বিশ্বকাপ

এদিনই বিরাট কোহলির বাবার মৃত্যু দিবস। তাঁর কাছে এই দিনের আবেগটা আরও অন্যরকম। সোশ্যাল মিডিয়াতেই গোটা দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা পাঠিয়েছেন তারা। সেখানেই সকলের মুখে ফুটে উঠেছে দেশের স্বাধীনতা সংগ্রমীেদের নাম। স্বাধীনতা দিবসের দিনে তাদেরকেই শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ভারতের বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা। ার সেই ছবি দেশেই আপ্লুত হয়েছেন সকলে।

১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। এরপর ২৮ বছর অপেক্ষা করতে হয়েছিল দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য। এবার সেই ভারতের মাটিতেই পের একবার বিশ্বকাপ হতে চলেছে। সেখানেই রোহিত শর্মার হাত ধরে ভারতীয় দল বিশ্বকাপ জিততে পারে কিনা তা তো সময়ই বলবে। এমএস ধোনির হাত ধরে ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল তারা।  অএবার গোটা দেশ যে রোহিত শর্মার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে।  গোটা দেশ জুড়ে এই বছর পালন হচ্ছে স্বাধীনতার অমৃত মহোত্সব। সেখানেই বিশ্বজয় য উত্সবের মাত্রাকে আরও বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না।

Subscribe to Telegram
Bangla Tigers Mississauga পার্টনারশিপের সাথে MCW থান্ডারস ইনটু দ্য ক্রিকেট সিন
MCW ইউরো 2024 কাপ সাপ্তাহিক ক্যাশব্যাক
MCW এবং সান ফ্রান্সিস্কো অরেঞ্জ : গোল্ড মিট অরেঞ্জ, ডিল সিল করা হয়েছে
অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আনুষ্ঠানিক আঞ্চলিক পার্টনার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ড (MCW) ঘোষণা করেছে।
বুন্দেসলিগা ইন্টারন্যাশনাল এশিয়ার মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডের সাথে একটি আঞ্চলিক অংশীদারিত্বে সম্মত হয়েছে
প্রিটোরিয়া ক্যাপিটালস SA20 এর দ্বিতীয় সিজনের জন্য প্রধান অংশীদার হিসাবে মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডকে ঘোষণা করেছে
Mega Casino World Anrich Nortje কে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে
MCW Sports Joins Gladiators’ Family as Platinum Sponsor for PSL8
MCW Sports - Ambassador