বিশ্বকাপের মঞ্চেই নতুন মাইলস্টোন গড়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টস করতে নামার সময়ই সেই রেকর্ড গড়েছিলেন তিনি। অধিনায়ক হিসাবে দেশের জার্সিতে ১০০ ম্যাচ খেলার নজির গড়েছেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ভারতের হয়ে এদিন সর্বোচ্চ রানও করেছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে এদিন একাধিক রেকর্ড গড়েছেন ভারতীয় দলের অধিনায়ক। একইসঙ্গে কঠিন পরিস্থিতিতে ভারতীয় দলকে সামালও দিয়েছেন এই তারকা ক্রিকেটার। তবে আফসোস শুধু একাটাই যে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে তাঁর।
ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই শততম ম্যাচের হাতছানি ছিল ভারতীয় দলের অধিনায়কের সামনে। সেই মঞ্চেই ৮৭ রানের ইনিংস কেলেছেন এই তারকা ক্রিকেটার। বিশ্বকাপের ম়্চে এবার ভাল ফর্মেই রয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেখানেই কার্যত ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধে একা হাতেই দাপট দেখালেন রোহিত শর্মা। আন্তর্জাতিক কেরিয়ারের শততম ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেই এই রেকর্ড গড়লেন তিনি। সেইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ১৮ হাজার রানের রেকর্ডও গড়েছেন রোহিত শর্মা।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০১ বলে ৮৭ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা
ইংল্যান্ডের বিরুদ্ধে নামাক আগেই একাধিক রেকর্ডের হাতছানি চিল রোহিত শর্মার সামনে। এদিন শুরুতেই অবশ্য ফিরে গিয়েছেন শুভমন গিল, বিরাট কোহলি, এবং শ্রেয়স আইয়ারদের মতো তারকা ক্রিকেটাররা। সেই জায়গা থেকেই ভারতীয় দলের হাত ধরেছিলেন রোহিত শর্মা। অপরদিকে উইকেট পড়ে গেলেও, রোহিত শর্মা একা হাতেই রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা চালিয়ে গিয়েছিলেন। তাঁর হাত ধরেই য়ে একটা ভদ্রস্থ জায়গায় ভারতীয় দল পৌঁছতে পেরেছে এই ম্যাচে তা বলার অপেক্ষা রাখে না।১০১ বল খেলে এদিন রোহিত শর্মা ৮৭ রানের ইনিংস খেলেছেন।
এদিন তিনি যখন ব্যাটিং করতে নেমেছিলেন সেই সময় আন্তর্জাতিক মঞ্চে ১৮ হাজদার রান করার থেকে মাত্র কয়েক ধাপ দূরে ছিলেন রোহিত শর্মা। পরিস্থিতি কঠিন হলেও রোহিত শর্মার সেই জায়গায় পৌঁছতে খুব একটা বেশী দেরী হয়নি। সেখানেই তাঁর ৮৭ রানের ইনিংস জুরে রয়েছে ১০টি চার ও তিনটি ওভার বাউন্ডারি। আর রোহিত শর্মার এমন পারফরম্যান্সেই যে সকলে আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়া জুড়ে রোহিত শর্মাকে ঘিরে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল।
তবে আফসোস একটাই কেরিয়ারের শততম ম্যাচে ১৩ রানের জন্য সেঞ্চুরী হাতছাড়া হয়েছে রোহিত শর্মার। তবে রোহিত শর্মার এমন পারফরম্যান্সের প্রশংসাই এখন শোনাযাচ্ছে সকলের মুখে।