এশিয়া কাপে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন মহম্মদ সামি। বাংলাদেশের বিরুদ্ধেই কতাঁকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই চিত্র দেখে অনেকেই মহম্মদ সামির বিশ্বকাপ খেলা নিয়ে নানান কথাবার্তা বলতে শুরু করেছিলেন। ভারতীয় দলের প্রথম একাদশে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়েও ছিল নানান হিসাব নিকাশ। সেই জবাবটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই দিলেন মহম্মদ সামি। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নিলেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ সামি। কার্যত অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিলেন তিনি একাই।
শেষ ম্যাচে এশিয়া কাপের পাইনালে মহম্মদ সিরাজের স্পেলের সামনে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। সেই ম্যাচে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অবশ্য প্রথম ম্য়াচে বিশ্রাম দেওয়া হয়েছে এই তারকা ক্রিকেটারকে। সেখানেই জসপ্রীত বুমরার সঙ্গে এবার জুটি বেঁধেছেন মহম্মদ সামি। তাঁর হাতথেকেও এবার দাপুটে বোলিং পারফরম্যান্স। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১ রানে দিয়ে একাই তুলে নিলেন ৫ উইকেট। ওডিআই ফর্ম্যাটে কেরিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট নিলেন মহম্মদ সামি।
১০ ওভারে ৫১ রান দিয়ে ৫ উইঅকেট মহম্মদ সামির
এদিনম টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধঝিনায়ক লোকেশ রাহুল। শুরু থেকেই এদিন বল হাতে বিধ্বংসী মেজাজে ছিলেন মহম্মদ সামি। প্রথমেই মিচেল মার্শকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। সেই থেকেই মহম্মদ সামির উইকেট শিকার শুরু হয়েছিল। আর তাতেই কার্যত শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। এদিন যখনই অস্ট্রেলিয়ার ব্যাটাররা একটা বড় পার্টনারশিপ তৈরি করার কথা ভেবেছেন, সেই সময়ই তাদের ধাক্কাটা দিয়েছিলেন মহম্মদ সামি।
বিশেষ করে স্টিভ স্মিথের বিরুদ্ধে মহম্মদ সামির বোলিং দেখে সকলেই চমকে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া রবি শাস্ত্রী থেকে ইরফান পাঠানরা সেই পারফর্ম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। এদিন শেষপর্যন্ত নিজের সেই পারফরম্যান্স ধরে রেখেছিলেন মগম্মদ সামি। এর আগে ওডিআই ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট পাননি মহম্মদ সামি। ঘরের মাঠে বিশ্বকাপের আগেই সেই নজির গড়লেন তিনি।
এদিন মিচেল মার্শের উইকেট নিয়ে শুরুটা করেছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর একে একে স্টিভ স্মিথ, ক্যামেরণ গ্রীণ, মার্কাস স্টয়নিস এবং সিন অ্যাবটদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন মহম্মদ সামি। বিশ্বকাপের আগে মহম্মদ সামির এই পারফরম্যান্স যে ভারতীয় দলকে স্বস্তি যোগাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।