শুরুটা ভালভাবে করলেও অ্যাডাম জাম্পার একটা ওভারই যেন শ্রীলঙ্কার বড় রানের স্বপ্নটা শেষ করে দিল। ১২৫ রানে প্রথম উইকেট পড়েছিল শ্রীলঙ্কার। সেই পরিস্থিতি থেকে ২০৯ রানেই শেষ তারা। মাত্র ৮৪ রানের মধ্যে বাকি ৯ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। অ্যাডাম জাম্পা এবং মিচেল স্টার্কের কাউন্টার অ্যাটাকের লামনে অসহায়ের মতো আত্মসমর্পণই করতে হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে। পরপর দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেমেছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচ জিততেই হত অজি বাহিনীকে। প্রথম দুই ম্যাচে না পারলেও, তৃতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখাল অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপ। বিশেষ করে অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সামনেই শেষ হয়ে গেল এদিন শ্রীলঙ্কার বড় রানের স্বপ্ন।
পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরার হাত ধরে শ্রীলঙ্কা শুরুটা বেশ ভালভাবেই করেছিল। যেভাবে শ্রীলঙ্কার ওপেনিং জুটি ১২৫ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিল, তাতে শ্রীলঙ্কা এদিন ৩০০ রানের গন্টী টপকে গেলেও হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকত না। কিন্তু এই দুই ব্যাটার সাজঘরে ফেরার সঙ্গেই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন অ্যাডাম জাম্পা। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা স্পিনার। এক ওভারে কুশল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমার মতো দুই তারকাকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে একাই ৪ উইকেট তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা
অ্যাডাম জাম্পার এই পারফরম্যান্সটাই যে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফিরিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। এরপর থেকে শ্রীলঙ্কার আর অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে পারেনি। এরপরই শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে ধাক্কাটা দিয়েছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই ধাক্কাগুলো আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা বাহিনী। বিরাট রানের লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষপর্যন্ত ২১০ রানেই শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা বাহিনী। অস্ট্রেলিয়ার সামনে যে সহজ লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।
এই প্রতিযেগিতায় সাদিরা সামাবিক্রমা ও কুশল মেন্ডিসই শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু এদিন দুই তারকাকেই পরপর সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন অ্যাডাম জাম্পা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। একাই ৪ উইকেট তুলে নিয়েছেন অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা যে তিনিই সহজ করে দিয়েছেন তাও বলার অপেক্ষা রাখে না। এদিন মাত্র ৮৪ রানে ৯ উইকেট খুইয়েছে শ্রীলঙ্কা।
১২৫ রানে প্রথম উইকেট পড়েছিল শ্রীলঙ্কার। সেই জায়গা থেকেই অসাধারণভাবে ম্যাচে প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার। একটিও সুযোগ ছাড়েনি প্যাট কামিন্সের। সেখানেই অস্ট্রেলিয়ার সামনে কার্য়ত হার মানতে হয়েছে শ্রীলঙ্কাকে। মাত্র ৮৪ রানের মধ্যেই শ্রীলঙ্কার ৯ উইকেট এদিন তুলে নিয়েছে অজি বোলাররা।