আইপএলের নিলামে এবারই নিজের নাম দিয়েছিলেন প্যাট কামিন্স। তাঁকে নিয়ে যে লড়াই হবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেটাই যে মাত্রায় পৌঁছল তাতেই কার্যত হতবাক হয়ে গিয়েছে সকলে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামী ক্রিকেটারের তকমা এবার প্যাট কামিন্সের গায়ে। এর আগে সর্বোচ্চ দামী ক্রিকেটার ছিলেন স্যাম কারান। ১৮ কোটি টাকায় গতবার দল পেয়েছিলেন তিনি। সেই রেকর্ডই এবার ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গেলেন এই তারকা ক্রিকেটার।
এবারের আইপিএলের নিলামে ২ কোটি টাকার ন্যূনতম মূল্যে নিজের নাম নথিভুক্ত করেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। সেই থেকেই তাঁকে নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। এবারের আইপিএলে তিনি বিরাট দামে বিক্রি হতে পারেন এমন কথাবার্তা আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত সেটাই হল। আইপিএল ২০২৪ তো বটেই, গোটা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় এবারের আইপিএলে সানরাইউজার্স হায়দরাবাদে গেলেন তিনি।
২০.৫০ কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছেন প্যাট কামিন্স
কয়েকদিন আগেই ভারতের মাটিতে শেষ হয়েছে ওডিআই বিশ্বকাপের আসর। সেখানেই সকলকে চমকে দিয়ে ফের একবার বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। সেখানেই অস্ট্রেলিয়া শিবিরের অধিনায়ক ছিলেন প্যাট কামিন্স। বিশ্বকাপের মঞ্চে দুরন্ত পারফরম্যান্সও দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই তাঁকে আইপিএলের মঞ্চে নানান জল্পনা শুরু হয়েছিল। সেটাই হল শেষপর্যন্ত। এবারের আইপিএলের মঞ্চে সর্বোচ্চ দামে বিক্রি হলেন এই তাপরকা ক্রিকেটার। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে এক নতুন ইতিহাসও তৈরি করলেন তিনি।
এর আগে কলকাতা নাইট রাইডার্সে ২০২২ সালে খেলেছিলেন প্যাট কামিন্স। সেখানে অবশ্য নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। তবে ব্যাট হাতে অর্ধশতরান ছিল এই তারকা ক্রিকেটারের। সেই বছরেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৪ বলে অর্ধশতরান করেছিলেন প্যাট কামিন্স। এই মুহূর্তে আইপিএলের মঞ্চতে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরান রয়েছে এই তারকা ক্রিকেটারের ঝুলিতে। সেইসঙ্গে বল হাতেও বেশ ভাল পারফরম্যান্সই রয়েছে প্যাট কামিন্সের।
এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৪২টি ম্যাচ খেলেছেন প্যাট কামিন্স। সেখানেই তিনি তুলে নিয়েছেন ৪৫টি উইকেট। সেইসঙ্গে তাঁর ঝুলিতে রান রয়েছে ৩৫৯। এবারের নিলামে তাঁর নাম ওঠার সঙ্গেই শুরু হয়েছিল লড়াই। সেখানেই সানরাইউজার্স হায়দরাবাদের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস ছিল লড়াইয়ে। সেখানেই বাজিমাত করেছে সানরাইজার্স হায়দরাবাদ।