আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসাবে ‘টাইমড আউট’ অ্যাঞ্জেলো ম্যাথুজ, সোশ্যাল মিডিয়ায় হৈচৈ

নভে. 6, 2023

Spread the love
Angelo Mathews. ( Photo Source: X(Twitter)

নিয়ম রয়েছে, কিন্তু বিশ্ব ক্রিকেটের মঞ্চে কোনও ক্রিকেটারকে টাইমড আউট হতে দেখা যায়নি। ২০২৩ ওডিআই বিশ্বকাপের মঞ্চে সেই চিত্রও এবার দেখা গেল। আর তাতেই কার্যত হতবাক হয়েছেন সকলে। সময়মতো স্ট্রাইক নিতে না পারার জন্য  টাইমড আউট নিয়মের জেরে মাঠ ছাড়তে হল শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলো ম্যাথুজকে। আর তাতেই হতবাক শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটার। শুধু তিনিই নন,  এমন ঘটনায় হতবাক গোটা ক্রিকেট বিশ্বও। সাকিব অল হাসানের এমন আপিলের জেরেই ঘটেছে এই ঘটনা।  কার্যত দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের ম়্চে এক নতুন ইতিহাস তৈরি হল।

ক্রিকেটের রুলবুকে রয়েছে এমন নিয়মের কথা। কোনও ক্রিকেটার আউট হওয়ার ২ মিনিটের মধ্যে যদি নতুন ব্যাটার স্ট্রাইক না নিতে পারেন তবে তাঁকে আউট ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এমন ঘটনা হতে কখনোই দেখা যায়নি। কোনও দলের অধিনায়কই এমন আপিল করেননি। কিন্তু চলতি বিশ্বকাপের মঞ্চেও সেই ঘটনাও এবার ঘটতে দেখা গেল। সাকিব অল হাসানের আপিলে  অ্যাঞ্জেলো ম্যাথুজ শিকার টাইমড আউটের। এমন সিদ্ধান্তে আউট হয়ে ম্যাথুজ যে বেশ ক্ষুব্ধ তা বলার অপেক্ষা রাখে না।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ২৫ নম্বর ওভারেই ঘটে এই ঘটনা

ম্যাচের ২৫ নম্বর ওভারে ঘটে এই ঘটনা। এদিন সাদিরা সামারাবিক্রমা আউট হওয়ার পরই মাঠে আসেন  অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্রিজে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময়ই তাঁর হেচনমেটে কিছু সমস্যা হয় এবং হেটলমেট বদলের প্রয়োজন হয়ে পড়ে। সেই সময় আম্পায়ার কিংবা প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে কোনওরকতম আলোচনা না করেই হেলমেট বদলের চেষ্টা করেন তিনি।  আর তাতেই অ্যাঞ্জেলো ম্যাথুজের স্চ্রাইকের সময় পেড়িয়ে যায়। সেই সুযোগ কাজদে লাগাতে এতটুকুও ভুল করেননি প্রতিপক্ষ শিবিরের অধিনায়ক সাকিব অল হাসান।

সেই সময়ই আম্পায়ারের কাছে আউটের আপিল করেন তিনি। ক্রিকেটের রুলবুকে এই নিয়ম রয়েছে। আর তাতেই শেষপর্যন্ত টাইমড আউটের সিদ্ধান্তে এক বলও না খেলে মাঠ ছাড়তে হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথুজকে। সেই থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছে। ক্রিকেটের ইতিহাসে প্রথমূবার এমন ঘটনা ঘটতে দেখল সকলে। তাও আবার বিশ্বকাপের মঞ্চে। দিল্লির বাইশগজ এই ঘটনার স্বাক্ষী হয়ে রইল এদিন।

এমন ঘটনায় কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। তিনি নিজেও যেন বিশ্বাস করতে পারছিলেন এমনটা হতে পারে। মাঠেই তাঁর ক্ষোভ বোঝা যাচ্ছিল স্পষ্ট। প্যাভিলিয়নে ফিরেও অ্যাঞ্জেলো ম্যাথুজ নিজের ক্ষোভ প্রদর্শন করেন। এই ঘটনা দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে হৈচৈ।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador