অবশেষে অপেক্ষার অবসান। জন্মদিনে ঐতিহ্যের ইডেন গার্ডেন্সে সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্ষ করলেন বিরাট কোহলি। ক্রিকেটের নন্দনকাননে ওডিআই ফর্ম্যাটে ৪৯তম সেঞ্চুরী করলেন বিরাট কোহলি। গোটা গ্যালারী এদিন যে মুহূর্তের স্বাক্ষী হতে চেয়েছিলেন, স্বপ্নপূরণ সকলের। বিরাট কোহলির সেঞ্চুরীকে স্বাগত জানাল ইডেন গার্ডেন্সের ৭০ হাজার সমর্থক। স্ট্যান্ডিং অভেশনে বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরীর উদযাপন ইডেনের ৭০ হাদার সমর্থকের। বিরাট কোহলির এই কীর্তিতে আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে এদিন।
বিশ্বকাপের মঞ্চে কী বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের ওডিআই সেঞ্চুরীর রেকর্ড স্পর্ষ করতে পারবেন। এই প্রশ্নই বিশ্বকাপের শুরু থেকে ঘুরপাক খাচ্ছিল। শেষ তিনটি ম্যাচে সেঞ্চুরীর কাছে পৌঁছলেও শেষরক্ষা করতে পারেননি তিনি। ইডেন গার্ডেন্সে নামার আগে বিরাট কোহলিকে নিয়ে উন্মাদনার পারদ চড়তে শুরু করেছিল। জন্মদিনের মঞ্চে বিরাট কোহলির থেকে সকলের একটাই প্রত্যাশা ছিল। ওডিআই ফর্ম্যাটে ৪৯ তম সেঞ্চুরী। জন্মদিনে কাওকেই হতাশ করলেন ভারতের তারকা ক্রিকেটার।
১২১ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বিরাট কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই বহু কাঙ্খিত সেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ম্যাচের ৪৮ তম ওভারে ওডিআই ফর্ম্যাটের ৪৯তম সেঞ্চুরী পেলেন বিরাট কোহলি। স্বপ্নপূরণ বার্থডে বয়ের। সেইসঙ্গে স্বপ্নপূরণ অগুন্তী বিরাট ভক্তদেরও। বিরাটের সেঞ্চুরীর আগের মুহূর্তে গোটা গ্যালারীতে শুধুই ছিল বিরাট বিরাট চিত্কার। মোবাইয়ের আলোতে ক্রিকেটের নম্দনকানন এদিন হয়ে উঠেছিল মায়াবী। সেখানেই বহুদিন ধরে দেখা এক স্বপ্নপূরণ হল বিরাট কোহলির। সচিন তেন্ডুলকের রেকর্ড স্পর্ষ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই কেরিয়ারের ৪৯তম সেঞ্চুরী তুলে নিলেন বিরাট কোহলি। আর তাতেই আপ্লুত সকলে। ২৭৭ ইনিংস খেলেই গড়ে ফেললেন এই বিশ্ব রেকর্ড।
এদিন বিরাট কোহলি যখন মাঠে আসেন সেই সময় ভারতীয় দলের রান ১ উইকেটে ৬২। সেই থেকেই বিরাট ধ্বনীতে বারবার গর্জে উঠছিল গ্যালারী। কাওকেই ফিরালেন বিরাট কোহলি। সেখান থেকে ভারতের হাল যেমন শক্ত হাতে সামাল দিলেন, তেমনই এগিয়ে গিয়েছিলেন নিজের রেকর্ডের দিকেও। সময় যত এগোচ্ছিল বিরাট কোহলির ৪৯ তম সেঞ্চুরীর প্রত্যাশা ততই বাড়তে শুরু করেছিল। অবশেষে ম্যাচের ৪৮ তম ওভারে সকলের স্বপ্নপূরণ। ১২০ বল কেলে সেঞ্চুরী সম্পূর্ণ বিরাট কোহলির।
মাঠের ভিতর সেঞ্চুরী পাওয়ার তৃপ্তির ছাপ বিরাট কোহলির মুখে। অন্যদিকে ইডেনের গ্যালারী তখন বার্থডে বয়ের সেঞ্চুরীর উচ্ছ্বাসে মেতেছে। ক্রিকেটের নন্দনকান আরও একবার স্বাক্ষী রইল ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের। এদিন ১০১ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ১০টি বাউন্ডারি দিয়ে। সচিন