এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হওয়ার পর থেকেই একটা গুঞ্জন শুরু হয়েছিল। ভারতীয় দলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের আধিক্য নিয়ে শুরু হয়েছিল নানান কথাবার্তা। এবার ভারতীয় দলের প্রথম একাদশে আরও এক মুম্বই ইন্ডিয়ান্স সদস্য। এশিয়া কাপের মঞ্চেই বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সিতে অভিষেক হয়েছে তিলক বর্মার। এদিন বাংলাদেশের বিরুদ্ধে কার্ত নিয়মরক্ষার ম্যাচ টিম ইন্ডিয়ার সামনে। সেখানেই বেশ কয়েকদন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ভাবনা ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের। অবশেষে স্বপ্নপূরণ হয়েছে তিলক বর্মার।
এশিয়া কাপের স্কোয়াডে নিজের নাম দেখার পর থেকেই উচ্ছ্বসিত ছিলেন এই তরুণ ক্রিকেটার। এদিন বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার হাত থেকেই অভিষেক ক্যাপ পেলেন তিলক বর্মা। আর সেই ছবি দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে হৈচৈ পড়ে গিয়েছে। এদিন বিরাটকোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় শিবির। সেই বিরাটকোহলির পরিবর্তেই ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটে ডাক পেলেন তিলক বর্মা। টি টোয়েন্টির মতো ওডিআই ফর্ম্যাটেও দুরন্ত পারফরম্যান্স তিনি করতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার টি২০ সিরিজে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিলক বর্মা। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ১৭৩ রান করেছিলেন তিলক বর্মা। তাঁর সেই পারফরম্যান্স দেখানোর পর থেকেই এই তরুণ ক্রিকেটারকে এশিয়া কাপের দলে নেওয়ার কথা বলতে শুরু করেছিলেন বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররা। অবশেষে সেটাই হয়েছে। স্কোয়াডে এলেও অপেক্ষাটা ছিল তাঁর ভারতীয় দলের জার্সিতে ওডিআআই ফর্ম্যাটে অভিষেক করা। শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে সেটাই করলেন তিলক বর্মা।
এবারের আইপিেলেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিলক বর্মা। মুম্বই ইন্ডিয়ান্সের প্লে অফে পৌঁছনোর পিছনে সূর্যকুমার যাদবের সঙ্গে অন্যতম প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১১ ইনিংসে ৩৪৩ রান করেছিলেন তিলক বর্মা। সেই থেকেই ভারতীয় দলের নির্বাচকদের নজরে পড়ে গিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলের হ.য়ে ভাল পারফরম্যান্স দেখানোর সঙ্গেই এবার এসিয়াকাপের মঞ্চেও জায়গা করে নিয়েছেন তিলক বর্মা।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোেয়েন্টি ফর্ম্যাটে তিলক বর্মার পারফরম্যান্স ছিল অসাধারণ। সেই পারফরম্যান্স এবার ভারতীয় দলের হয়ে ওডিআই ফর্ম্যাটেও তিনি ধরে রাখতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।