ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে সমুদ্র সৈকতে বিচ ফুটবলে ব্যস্ত বিরাট কোহলিরা

জুলাই 3, 2023

Spread the love

India Team Playing Beach Volley, ( Image Source: Twitter )

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এখন অতীত। এবার ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর। আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামতে চলেছে টিম ইন্ডিয়া। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বেশ খোশ মেজাজেই রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের সমুদ্র সৈকতে খোশ মেজাজেই রয়েছেন বিরাট কোহলি থেকে ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিনরা। সেইসঙ্গে আপাতত ক্রিকেটের থেকে ছুটি নিয়ে বিচ ভলি বলেই মজে রয়েছে গোটা ভারতীয় দল। সোমবারই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলিও।

জুন মাসেই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানেই শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারেনি টিম ইন্ডিয়া। ২০৯ রানে সেই ম্যাচ হেরে গিয়েছিল ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং কোনও জায়গাতেই ভারতীয় দলের ক্রিকেটাররা ভাল পারফরম্যামন্স দেখাতে পারেননি। সেখানেই শেষপর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে বিরাট ব্যবধানে হারতে দেখা গিয়েছিল ভারতীয় দলকে। যদিও সেই পারফরম্যান্স এখন আর মনে রাকতে চাননা কোনও ভারতীয় ক্রিকেটারই। আপাতত ওয়েস্ট ইন্ডিেজের বিরুদ্ধে সিরিজই টিম ইন্ডিয়ার পাখির চোখ।

১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারতীয় দল

আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামবে ভারতীয় দল। সেখানে দুটো টেস্টের পাশাপাশি ক্যারবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচের সিরিজ ও পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে ভারত। এই সফরে তারুণ্যের ওপরই জোর দিয়েছেন ভারতীয় দলের নির্বাচকরা। টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, মুকেশ কুমার ও যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মার নেতৃত্বে ১২ জুলাই থেকে মাঠে নামতে চলেছেন টিম ইন্ডিয়া। সেই ম্যাচে নামার আগে আপাতত বেশ খোশ মেজাজেই রয়েছে ভারতীয় দল।

𝗧𝗼𝘂𝗰𝗵𝗱𝗼𝘄𝗻 𝗖𝗮𝗿𝗶𝗯𝗯𝗲𝗮𝗻! 📍

Ishan Kishan takes over the camera to shoot #TeamIndia‘s beach volleyball session in Barbados 🎥😎

How did Ishan – the cameraman – do behind the lens 🤔#WIvIND | @ishankishan51 pic.twitter.com/ZZ6SoL93dF

— BCCI (@BCCI) July 3, 2023

রবিবারই বার্বাডোসে পৌঁছে্ গিয়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরা। সোমবারই দলের সহ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলিও। ওয়েস্ট ইন্জডিজের বিরুদ্ধে নামার আগে আপাতত হাাতে বেশ কয়েকটা দিন সময়ে রয়েছে ভারতীয় দলের। তার আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের  সমুদ্র সৈকতেি নিজেদের মতো স,ময় কাটাতেই ব্যস্ত রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ইশান কিষাণ থেকে বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়রা সকলেই মজে রয়েছেন বিচ ভলিবল খেলতে। সেই ছবিই সোশ্যাল মিডিয়াতে আপাতত ভাইরাল।

এই সিরিজে ঈশান কিষাণকে ভারতীয় টেস্ট দলে রাখা হয়েছে। শোনাযাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানো হতে পারে এই তরুণ ক্রিকেটারকে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ যে ভারতীয় দলের কাচে বিশ্বকাপের  মঞ্চে নামার প্রস্তুতি পর্ব তাও বলার অপেক্ষা রাখে না।

The post ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে সমুদ্র সৈকতে বিচ ফুটবলে ব্যস্ত বিরাট কোহলিরা appeared first on CricTracker Bengali.

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador