ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ৩৩ তম ম্যাচে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের মুখোমুখি হয়েছে। এই ম্যাচটিতে কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেনের জোড়া শতরানের হাত ধরে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৫৭ রান তুলল টেম্বা বাভুমার নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। দক্ষিণ আফ্রিকা ৩৮ রানের মাথায় তাদের প্ৰথম উইকেট হারায়। অধিনায়ক টেম্বা বাভুমা ৪টি চার এবং ১টি ছয় সহ ২৮ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নিউজিল্যান্ডের বোলাররা প্ৰথমে কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেনকে দ্রুতগতির রান করা থেকে আটকাতে সক্ষম হন। কিন্তু তারা উইকেট নিতে না পারায় রানও আর আটকে থাকেনি। কুইন্টন ডি কক এবং রাসি ফান ডার ডুসেন মিলে ২০০ রানের একটি অনবদ্য পার্টনারশিপ করেন। ডি কক ১১৬ বলে ১১৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১০টি চার এবং ৩টি ছয় মারেন। চলতি ওডিআই বিশ্বকাপে এটি ছিল তার চতুর্থ শতরান।
তিনি আউট হওয়ার পর ক্রিজে আসেন ডেভিড মিলার। তার এবং রাসি ফান ডার ডুসেনের মধ্যে ৭৮ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে। ফান ডার ডুসেন এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন। তিনি ১১৮ বলে ১৩৩ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৯টি চার এবং ৫টি ছয়। ডেভিড মিলার ২টি চার এবং ৪টি ছয় সহ ৩০ বলে ৫৩ রানের একটি দারুণ ইনিংস খেলেন। হেনরিখ ক্লাসেন এবং এডেন মার্করাম যথাক্রমে ৭ বলে ১৫ রান এবং ১ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।
ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ নিজের প্ৰথম ম্যাচে ২টি উইকেট পেলেন টিম সাউদি
এই ম্যাচে নিউজিল্যান্ডের বোলাররা খুব একটা ভালো পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি। টিম সাউদি নিউজিল্যান্ডের হয়ে সবথেকে বেশি উইকেট নেন। তবে তিনি অনেক রানও দেন। এই অভিজ্ঞ পেসার ১০ ওভারে ৭৭ রান দেন এবং ২টি উইকেট শিকার করেন। তিনি প্ৰথমে কুইন্টন ডি কককে প্যাভিলিয়নে ফেরত পাঠান। এরপর তিনি রাসি ফান ডার ডুসেনকে আউট করেন।
ট্রেন্ট বোল্ট বেশ ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করেন। তিনি ১০ ওভারে ৪৯ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন। অন্যদিকে, জেমস নিশামও ১টি উইকেট নেন। তিনি ডেভিড মিলারকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে আউট করতে সক্ষম হন। ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস এবং রাচিন রবীন্দ্র কোনো উইকেট নিতে পারেননি। এই ম্যাচটিতে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।