চলতি বিশ্বকাপের মঞ্চে চতুর্থ সেঞ্চুরী করে নতুন মাইলস্টোন কুইন্টন ডিকক-এর

নভে. 1, 2023

Spread the love
Quinton De Kock. ( Image Source: X(Twitter)

এই বিশ্বকাপের পরই ওডিআই ফর্ম্যাট থেকে বিদায় নেবেন কুইন্টন ডিকক। তার আগেই গোটা বিশ্বকে ফের একবার নিজের দক্ষতার জবাব দিচ্ছেন এই তারকা ক্রিকেটার। ২০২৩ বিশ্বকাপের মঞ্চে বিধ্বংসী ফর্মে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। একের পর এক সেঞ্চুরী হাঁকিয়েই চলেছেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কুইন্টন ডিককের সেঞ্চুরীর যাত্রা অব্যহত। সাত ম্যাচ খেলে চলতি বিশ্বকাপের মঞ্চে কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরী পেলেন কুইন্টন ডিকক। আর একটি সেঞ্চুরী করতে পারলেইউ রোহিত শর্মার এক বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড স্পর্শ করবেন তিনি।

এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে রয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া  শিবিরের এই সাফল্য়ের পিছনে যে অন্যতম প্রধান কারিদড়ের নাম কুইন্টন ডিকক তা বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচ থেকেই নিজের পারফরম্যান্স ধরে রেখেছেনকুইন্টন ডিকক। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও সেই পারফরম্যান্সের ধারা অব্যহত তাঁর। চলতি বিশ্বকাপের মঞ্চে চতুর্থ সেঞ্চুরী করে ফেললেন কুইন্টন ডিকক। প্রোটিয়া তারকার এমন পারফরম্যান্স দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে হৈচৈ।

১১৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেছেন কুইন্টন ডিকক

এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক। আর সেই সুযোগটাই ছাড়তে নারাজ ছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। টেম্বা বাভুমা তাড়াতা়ড়ি সাজঘরে ফিরে গেলেও, কুইন্চটন ডিকক এদিনও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজেই ছিলেন। শুরুটা খানিকটা ধীর গতিতে করলেও, সময় এগনোর সঙ্গে সঙ্গে এদিন কুইন্টন ডিকক ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন। তাঁর সামনেই মাথা নত করতে বাধ্য হয়েছিলেন ট্রেন্ট বোল্ট, টিম সাউদিদের মতো তারকা পেসাররা।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই সেঞ্চুরী ইনিংস খেলার পরই শ্রীলঙ্কার কুমার সঙ্গাকারার রেকর্ড ছুঁলেন কুইন্টন ডিকক। একটি বিশ্বকাপে চারটি সেঞ্চুরীর মালিক এখন কুইন্টন ডিককও। তাঁর সামনে শুধু এই তাল্িকায় রয়েছেন রোহিত শর্মা। একটি বিশ্বকাপের মঞ্চে তাঁর পাঁচটি সেঞ্চুরীর রেকর্ড রয়েছে। যদিও এই বিশ্বকাপে সেই রেকর্ড কুইন্টন ডিকক ভেঙে দিলে তা অবিশ্বাস্য হওয়ার মতো কিছুই হবে না । ১০৩ বলে এদিন  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরী করেছিলেন কুইন্টন ডিকক। ওভার বাউন্ডারি হাঁকিয়েই কেরিয়ারের অন্যতম মাইলস্টোন তৈরি করেছেন কুইন্টন ডিকক।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এদিন ১১৪ রানেই থামতে হয়েছে কুইন্টন ডিকক-কে। সেখানেই এই তারকা ক্রিকেটারের গোটা ঈইনিংসটি সাজানো রয়েছে ১০টি চার ও ৩টি ওভার বাউন্ডারি দিয়ে।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador