জনি বেয়ারস্টোর বিতর্কিত আউট ঘিরে হৈচৈ সোশ্যাল মিডিয়া জুড়ে

জুলাই 2, 2023

Spread the love
Jonny Bairstow. ( Image Source: Ryan Pierse/Getty Images )

অ্যাশেজ চলছে আর সেখানে বিতর্ক থাকবে না তাও আবার হয় নাকি। লর্ডস টেস্টের শেষ দিন জনি বেয়ারস্টোর আউট নিয়ে উত্তাল ক্রিকেট মহলষ রান আউটের বিতর্কিত সিদ্ধান্ত নিয়েই এখন চলছে বিস্তর সমালোচনা। লর্ডসের গ্যালারী থেকে উঠছে আওয়াজ। আর তাতেই যে শেষদেন লর্ডস টেস্টের কার্যত জমে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। জনি বেয়ারস্টোর আউটের সিদ্ধান্তকে কার্যত ক্রিকেটের নিয়মেপর অবমাননা বলেই এবার কটাক্ষ করছেন সকলে। সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে বিস্তর সমালোচনা।

পঞ্চম দিন ইংল্যান্ডের সামনে বড় রানের লক্ষ্য স্থির করে দিয়েছিল অস্ট্রেলিয়া। যদিও সেই রানের বিরুদ্ধে লড়াইটা বেশ জোরালোভাবেই শুরু করেছিল ইংল্যান্ড। সেখানে বেনস্টোকসের ওপরই এখন নির্ভর করছঠেন ইংল্যান্ডের সমস্ত আশা। তারই মাঝে জনি বেয়ারস্টোর আউট নতুন করে বিতর্ক সৃষ্টি করছে। মাত্র ১০ রানেই সাজঘরে ফিরতে হয়েছে জনি বেয়ারস্টো। সেই আউট দেখার পর য়েমংন জনি বেয়ারস্টো অবাক হয়ে গিয়েছি্লেন। ঠিক সেভাবেই হতবাক হয়েছিলেন এদিন লর্ডসের  গ্যলারীতে থাকা সমস্ত দর্শকও।

মাত্র ১০ রানেই দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফিরে গিয়েছেন জনি বেয়ারস্টো

সেই সময় বেন স্টোকসের সঙ্গে ব্যটিং করছিলেন জনি বেয়ারস্টো। এই ম্যাচে সঞ্চুরী হাতছাড়া হয়েছে বেন ডাকেটের। সেই থেকেই বেন স্টোকসের সঙ্গে জুটি বেঁধে লড়াই করতে শুরু করেছিলেন জনি বেয়ারস্টো। এমন সময়ই জনি বেয়ারস্টোকে একটি বাউন্সার দেন প্রতিপক্ষ শিবিরের বোলার। সেই বল উইকেটকিপারের হাতে যেতেই তিনি অন্যদিকে দাঁড়িয়ে থাকা ব্যাটারের সঙ্গে কিছু কথা বলার জন্য ক্রিজ ছেড়েছিলেন। আর সেই সুযোগটাই কাজে লাগাতে ভুল করেননি অস্ট্রেলিয়ার উইকেট কিপার অ্যালেক্স ক্যারি।

বল ডেড হয়ে গিয়েছে ভেবেই সেই সময় ক্রিজ ছেড়ে দিয়েচিলেন জনি বেয়ারস্টো। কিন্তুসেই সময়ইঅ তালাকি করে উইকটে বল ছুঁড়েছিলেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার। সেই বল উইকেটে লাগতেই আউটের আপিল করেন তারা। শেষপর্যন্ত থার্ড আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করেন। কিন্তু তখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত যেন বিশ্বাস করতে পারছিলেন জনি বেয়ারস্টো। তাঁর সঙ্গে ঠিক কী হয়েছে, সেটাই যেন ভেবে উঠতে পারছিলেন না এই তারকা ক্রিকেটার।

সেই আইট নিয়ে এরপর থেকেই উত্তাল লর্ডসের গ্যালারী। অস্ট্রেলিয়ান ক্রিকেটার উদ্দেশ্যে নানান কটুক্তিও চলতে থাকে গ্যলারীতে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া জুড়েও শুরু হয়েছে সমালোচনার ঝড়।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador