রবিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের মঞ্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছে ভারতীয় দল। সেইসঙ্গে এই দিনই বিরাট কোহলির জন্মদিন। সব মিলিয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের উন্মাদনার পারদ তুঙ্গে পৌঁছেছে। সেই বিশেষ দিনেই ইডেন গার্ডেন্সের প্রিয় বন্ধুর সঙ্গে সাক্ষাত বিরাট কোহলির। ইডেন গার্ডেন্সে মাঠেই বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রোটিয়া তারকা ক্রিকেটার এবি ডেভিলিয়র্স। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই কার্যত ভাইরাল। জন্মদিনের মঞ্চে প্রিয় বন্ধুকে পেয়ে আপ্লুত বিরাট কোহলিও।
বিশ্বকাপের মঞ্চে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখার জন্য এদিন ইডেন গার্ডেন্স কানায় কানায় ভর্তি। ম্যাচের পাশাপাশি বাজড়তি আকর্ষণ যে বিরাট কোহলির জন্মদিন তাও বলার অপেক্ষা রাখে না। সেই মঞ্চেই প্রিয় বন্ধু এবি ডেভিলিয়র্সের সঙ্গে বিরাট কোহলির সাক্ষাত। সেইসঙ্গে ৫ নভেম্বর সকাল থেকেই বিরাট কোহলির জন্মদিন ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল নেমেছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে যে প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা সকলেই বিরাটকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। এমন বিশেষ দিনে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরীর ঝলক দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় সকলে।
রবিবার ৩৫-এ পা দিলেন বিরাট কোহলি
এবারের বিশ্বকাপের মঞ্চে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শেষ ম্যাচেও নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই তাঁর হাত থেকে এসেছিল একের পর এক বড় শট। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে ৮৮ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। সেই পারফরম্যান্স দেখার পর থেকে যে তাঁকে ঘিরে সকলের প্রত্যাশার পারদ আরও চড়তে শুরু করেছে তা বলাই বাহুল্য। ইডেন গার্ডেন্সে এখন সকলেই বিরাট কোহলির ব্যাট থেকে ওডিআই ফর্ম্যাটে তাঁর ৪৯ তম সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন। সেই আশা সকলের পূরণ হয় কিনা তা তো সময়ই বলবে।
এবারের বিশ্বকাপের মঞ্চে প্রথম থেকেই নিজের ছন্দে রয়েছেন বিরাট কোহলি। এখন কুইন্টন ডিককের পর চলতি বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক বিরাট কোহলি। সেই ধারা ঐতিহ্যের ইডেন গার্ডেন্সেও তিনি ধরে রাখতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে্। তবে সমর্থকরা যে বিরাট কোহলিকে নিয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছে তা বেশ স্পষ্ট। এদিন ইডেন গার্ডেন্সের গ্যালারীতে বিরাটের জন্য গলা ফাটাতে প্রস্তুত রয়েছেন।
বিশ্বকাপের মঞ্চেও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। এই বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের ওডিআই ফর্ম্যাটে সর্বোচ্চ সেঞ্চুরীর রেকর্ড ছুঁয়েছেন তিনি। সেইসঙ্গে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চবার ৫০+ রানও করেছেন বিরাট কোহলি।