তাইজুল ইসলামের ৬ উইকেট, ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয় বাংলাদেশের

ডিসে. 2, 2023

Spread the love
Kane Williamson. ( Photo Source: X(Twitter)

বিশ্বকাপের মঞ্চে চূড়ান্ত ব্যর্থ হয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ। বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল নানান সমালোচনা। সেই ক্ষতেই খানিকটা হলেও মলম লাগালেন বাংলাদেশ টেস্ট দলের নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রখম টেস্ট জয়ের রেকর্ড গড়ল বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল বাংলাদেশ। সেখানেই ১৫০ রানে ম্যাচ জিতে নিল বাংলাদেশ। সেইসঙ্গেই এবার এক নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট দল।

এই টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব উঠেছিল নাজমুল হোসেন শান্তের কাঁধে। অধিনায়ক হিসাবে কেরিয়ারের প্রথম ম্যাচেই অধিনায়কোচিত্ ইনিংস খেলে কার্যত বাংলাদেশের জয়ের রাস্তাটা তিনিই তৈরি করে দিয়েছিলেন। প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস। দুই জায়গতেই কিউই বাহিনীর বিরুদ্ধে নিজেদের দখল ধরে রেখেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরী ইনিংসটাই যে বাংলাদেশের জয়ের রাস্তাটা পাকা করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম

দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট রানের লিড নিয়েছিল বাংলাদেশ। কিউই বাহিনীর সামনে ৩৩১ রানের লিড দিয়েছিল বাংলাদেশ। সেখানেই অপেক্ষা ছিল একটা ভাল পারফরম্যান্সের। সেই কাজটাই অসাধারণভাবে করেছিলেন বাংলাদেশের তরুণ পেসার তাইজুল ইসলাম। তাঁর দারটের সামনেই ভেঙে পড়েছিল নিউ জিল্যান্ডের ব্যাটিং বাহিনী। তিনি একাই তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। আর তাতেই কার্যত জয়ের রাস্তাটা সম্পূর্ণ পাকা করে ফেলেছিল বাংলাদেশ ব্রিগেড। নিউ জিল্যান্ডের তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের এদিন সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।

চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন নিউ জিল্যান্ডের ব্যাটাররা। সেখানেই বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে সেভাবে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। শুরু থেকেই ছিল তাইজুল ইসলামের দাপট। প্রথম ইনিংসে সেঞ্চুরী ইনিংস খেললে, এই ইনিংসে নিউ জিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে সামাল দিতে পারেননি কেন উইলিয়ামসন। মাত্র ১১ রানেই সাজঘরে ফিরতে হয়েছিল এই তারকা ক্রিকেটারকে।

এদিন নিউ জিল্যান্ডকে মাত্র ১৮১ রানেই শেষ করে দিয়েছিল বাংলাদেশের বোলিং লাইনআপ। সেখানে সতাইজুল ইসবাম একাই তুলে নিয়েছিলেন ৬টি উইকেট। এই ম্যাচ জয়ের সঙ্গেই এক নতুন রেকর্ড গড়েছিল বাংলাদেশ ক্রিকেট বাহিনী।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador