দলে ফিরলেন লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ার, এশিয়া কাপের দল ঘোষণা ভারতের

আগস্ট 21, 2023

Spread the love
Rohit Sharma. (Photo Source: Disney+Hotstar)

এশিয়া কাপের জন্য প্রতিটা দেশেরই কার্যত দল গোষণা হয়ে গিয়েছে। সেখানেই সকলে এই মুহূর্তে তাকিয়ে ছিল ভারতের দিকে। সোমবারই এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করলন বিসিসিআই। সোমবার সকালে দীর্ঘ বৈঠকের পর  ১৭ সদস্যের দল ঘোষণা করলেন প্রধান নির্বাতচক অজিকত আগরকর ও রোহিত শর্মা। দীর্ঘদিন পর চোট সারিয়ে এশিয়া কাপের স্কোয়াডেই ফিরেছেন লোকেশ রাহুল ও  শ্রেয়স আইয়ার। সেইঙ্গেই এসিয়াকাপের স্কোয়াডে সুযোগ পেলেন তরুণ ক্রিকেটার তিলক বর্মা।

কয়েকদিন ধরেই এশিয়া কাপের দল নিয়ে নানান হিসাব নিকাশ শুরু হয়েছিল। চোট সারিয়ে সেখানেই লোকেশ রাহুল ফিরতে পারেন কিনা তা নিয়েই শুরু হয়ে গিয়েছিল নানান জল্পনা। সেখানেই শেষপর্যন্ত চোট সারিয়ে ভারতীয় দলে জায়গা করে নিলেন লোকেশ রাহুল।  তার দলে ফেরার ইঙ্গিতটা বেশ কয়েকদিন আগে থেকেই পাওয়া গিয়েছিল। কিন্তু অনিশ্চয়তা ছিল ভারতীয় দলে শ্রেয়স আইয়ারের ফেরা নিয়ে। অবশেষে সেটাও সম্ভব হয়েছে। ভারতীয় দলে ফিরেছেন এই তারকা ক্রিকেটারও। বর্ডার গাভাসকর ট্রফিতেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি।

এদিন অবশ্য দল ঘোষণার শুরুর দিকে  খানিকটা সংশয় দেখা গিয়েছিল। হঠাত্ই শোনা গিয়েছিল যে শুভমন গিল ভারতীয় দলের স্কোয়াডে নেই। আর তা নিয়েই কার্যত শোরগোল পড়ে গিয়েছিল।  অবশেষে সাংবাদিক সম্মলনে এসেই সেই সংশয় দূর করলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। শুভমন গিলকে রেখেই ১৭ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়েছে এদিন। একইসঙ্গে সঞ্জু স্যামসনকে দলে রাখা হলেও, সরাসরি ১৭ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি তাঁর। ব্যাকআপ ক্রিকেটার হিসাবেই রাখা হয়েছে সঞ্জু স্যামসনকে।

এশিয়া কাপের জন্য ভারতীয় স্কোয়াড

রোহিত শর্মা ( অধিনায়ক )

শুভমন গিল

বিরাট কোহলি

শ্রেয়স আইয়ার

কেএল রাহুল

সূর্যকুমার যাদব

তিলক বর্মা

ঈশান কিষাণ

হার্দিক পান্ডিয়া ( সহ অধিনায়ক )

রবীন্দ্র জাদেজা

অক্ষর পটেল

কুলদীপ যাদব

জসপ্রীত বুমরাহ

মহম্মদ সামি

শার্দূল ঠাকুর

মহম্মদ সিরাজ

প্রসিদ্ধ কৃষ্ণা

সঞ্জু স্যামসন ( ব্যাকআপ)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ভারতীয় দলের হয়ে টি্ টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তিলক বর্মার। তাঁর সেই পারফরম্যান্স দেখার পর থেকেই শুরু হয়েছিল তাঁকে এশিয়া কাপে খেলানোর দাবী।নির্বাতকদের নজরও ছিল তাঁর দিকে। অবশেষে সেটাই হয়েছে। তিলক বর্মাকেও এবারের এশিয়া কাপের দলে সুযোগ করে দিলেন নির্বাচকরা। জসপ্রীত বুমরার কামব্যাক আগেই হয়েছে। এশিয়া কাপের দলে তিনি তো ফিরেছেনই, সেইসঙ্গে জায়গা করে নিয়েছেন এবার প্রসিদ্ধ কৃষ্ণাও।

MCW Sports Subscribe
Mega Casino World renews partnership with Atlético de Madrid for the next two seasons
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador
Mega Casino World announces Anrich Nortje as the newest Brand Ambassador