This content has been archived. It may no longer be relevant
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর ৬৭ তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (ডিসি) ৭৭ রানে পরাজিত করল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এই মরসুমে এটি ছিল তাদের অষ্টম জয়।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সিএসকের অধিনায়ক এমএস ধোনি। তাদের দলের দুই ওপেনার রুতুরাজ গায়কওয়াড় এবং ডেভন কনওয়ে শুরুটা অসাধারণভাবে করেন। তারা দুজনে মিলে ১৪.৩ ওভার খেলে ১৪১ রানের একটি দুর্দান্ত পার্টনারশিপ করেন। গায়কওয়াড় ৫০ বলে ৭৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ৭টি ছয়। আরেক ওপেনার কনওয়ে ৫২ বলে ৮৭ রান করেন। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ৩টি ছয় মারেন। শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ৯ বলে ২২ রান এবং ৭ বলে অপরাজিত ২০ রানের দুটি ঝোড়ো ইনিংস খেলেন। মহেন্দ্র সিং ধোনি ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ২০ ওভারে ৩ উইকেটে ২২৩ রান করে চেন্নাই সুপার কিংস।
খলিল আহমেদ, চেতন সাকারিয়া এবং আনরিখ নোখিয়া যথাক্রমে ৪ ওভারে ৪৫ রান, ৪ ওভারে ৩৬ রান এবং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। ডিসির স্পিনাররা এই ম্যাচে উইকেট না পাওয়ার পাশাপাশি অনেক রানও দিয়েছেন। কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং ললিত যাদব যথাক্রমে ৩ ওভারে ৩৪ রান, ৩ ওভারে ৩২ রান এবং ২ ওভারে ৩২ রান দেন।
ডেভিড ওয়ার্নার ব্যাট হাতে একটি সুন্দর ইনিংস খেলেন
রান তাড়া করতে নেমে শুরুতেই ইমপ্যাক্ট প্লেয়ার পৃথ্বী শ’র উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। তিনি ৭ বলে ৫ রান করেন। ফিলিপ সল্ট এবং রাইলি রোসো ব্যাট হাতে ব্যর্থ হন। সল্ট ৬ বলে ৩ রান করেন। রাইলি রোসো প্ৰথমে বলেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। যশ ধুল এবং অক্ষর প্যাটেল যথাক্রমে ১৫ বলে ১৩ এবং ৮ বলে ১৫ রান করেন। বাকি ব্যাটাররা খুব বেশি রান করতে না পারলেও ব্যাট হাতে ১৯ তম ওভার পর্যন্ত লড়াই করে যান ডেভিড ওয়ার্নার। তিনি ৭টি চার এবং ৫টি ছয় সহ ৫৮ বলে ৮৬ রান করেন। শেষমেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান করে ডিসি।
এই ম্যাচে সিএসকের সবথেকে সফল বোলার ছিলেন দীপক চাহার। তিনি ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। মাথিশা পাথিরানা এবং মহেশ থিকসানা যথাক্রমে ৪ ওভারে ২২ রান এবং ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি করে উইকেট নেন। রবীন্দ্র জাদেজা এবং তুষার দেশপান্ডে ১টি করে উইকেট পান। এই ম্যাচটিতে জয় পাওয়ার মাধ্যমে প্লেঅফসে নিজেদের জায়গা নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস।