ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম দিনটা যদি ভারতীয় মহিলা ক্রিকেট দলের ব্যাটারদের হয়ে থাকে। তবে দ্বিতীয় দিনটা ছিল ভারতীয় বোলারদের। দীপ্তি শর্মার দুর্ধর্ষ পারফরম্যান্সের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপ। আর তাতেই দ্বিতীয় দিনের শেষে লিডের পাহাড় ভারতীয় মহিলা ক্রিকেট দল। একাই এদিন পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন দীপ্তি শর্মা। সেইসঙ্গেই দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ভারতের লিড ৪৭৮ রানের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ইনিংসেই রানের পাহা়ে চড়েছিল ভারকীয় মহিলা ক্রিকেট দল। সেইসঙ্গেই জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষের দিকে ব্যাট হাতে অর্ধশতরান করেছিলেন দীপ্তি শর্মা। আর সেই রানের সৌজন্যেই ৪০০ রানের গন্ডী টপকে ফেলেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ব্যাটাররা নিজেদের কাজটা একেবারে নিখুতভাবে করেছিল।
মাত্র ৭ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন দীপ্তি শর্মা
অপেক্ষাটা ছিল এবার ভারতীয় বোলারদের। ব্যাটিংয়ের পর সেকানেও কাজটা একেবারে নিখুতভাবে করেছিলেন দীপ্তি শর্মা। বল হাতে এদিন ইংল্যান্ডের একের পর এক তারকা ক্রিকেটারদের সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ব্রিটিশ মহিলা বাহিনীকে কার্যত একটা দিনও ব্যাটিং করার সুযোগটা দেননি ভারতীয় মহিলা দলের বোলাররা। সেখানেই বল হাতে এদিন তাদের যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন দীপ্তি শর্মা। ড্যানি ওয়েট, সোফি একলেস্টোন, অ্যামি জোনসদের মতো তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন দীপ্তি শর্মা। এছাড়াও তিনি তুলে নিয়েছিলেন কেট ক্রস এবং লরেন ফিলারের উইকেট।
ইংল্যান্ডকে কার্যত দুটো সেশনের মধ্যেই শেষ করে দিয়েছিল ভারতীয় বোলিং লাইনআপ। দীপ্তিকে সেখানেই যোগ্য সঙ্গত দিয়েছিলেন স্নেহ রানা এবং রেণুকা সিংরা। ভারতের ৪২৮ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৩৬ রানে। মাত্র ৩৫ ওভারেই শেষ হয়ে গিয়েছিল ব্রিটিশ মহিলা বাহিনীর প্রথম ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের লক্ষ্য বড় রানের লিড। যদিও দ্বিতীয় ইনিংসে নেমে ছয় উইকেট খুইয়েছে তারা। দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ১৮৬। ক্রিজে ৪৪ রানে রয়েছেন হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের লি়ড এই মুহূর্তে ৪৭৮ রানের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রানের লিড নেওাই যে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান লক্ষ্য তা বলার অপেক্ষা রাখে না।