একা দীপ্তি শর্মার দাপটের সামনেই কার্যত শেষ হয়ে গেল ইংল্যান্ড মহিলা ক্রিকেট বাহিনী। ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যাবধানে টেস্ট ম্যাচ জিতে নয়া রেকর্জড গড়ল বারতীয় মহিলা ক্রিকেট দল। শুধুমাত্র ভারতীয় মহিলা ক্রিকেট দল হিসাবে নয়, মহিলা ক্রিকেটেই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এখনও পর্যন্ত মহিলা ক্রিকেটে কোনও দলই এতবড় ব্যবধানে টেস্ট জিততে পারেনি। ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে এক নতুন ইতিহাস গড়ল ভারতীয় মহিলা ক্রিকেট বাহিনী।
সেখানেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সেরা পারফর্মার দীপ্তি শর্মা। প্রথম ইনিংসে যেমন একাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। তেমনই দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন দীপ্তি শর্মা। তাঁর দুর্ধর্ষ স্পিনের সামনে এদিন মাথা তুলে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের মহিলা ব্যাটাররা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। সেখানেই দীপ্তি শর্মার দুর্ধর্ষ পারফরম্যান্সই ভারতীয় দলের জয়ের রাস্তাটা পরিস্কার করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডকে ১৩১ রানে শেষ করে দিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
দুই ইনিংস মিলিয়ে একাই ৯ উইকেট তুলে নিয়েছেন দীপ্তি শর্মা
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের লক্ষ্য ছিল বড় রানের লিড। যদিও দ্বিতীয় ইনিংসে নেমে দ্বিতীয় দিনই ছয় উইকেট খুইয়েছিল তারা। দিনের শেষে ভারতের রান ছিল ৬ উইকেটে ১৮৬। ক্রিজে ৪৪ রানে অপরাজিত ছিলেন হরমনপ্রীত কৌর। ভারতীয় দলের লি়ড সেই সময় ৪৭৮ রানের। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০০ রানের লিড নেওয়াই যে এখন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তখন প্রধান লক্ষ্য ছিল তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকেই তৃতীয় দিন শুরুটা করেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
তৃতীয় দিন অবশ্য নেমেই ইনিংস ঘোষণা করেছিল ভারতীয় মহিলা দলের অধিনায়ক। বড় রানের লিড নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। অবশেষে সেটাই করতে পারল ভারতীয় মহিলা ক্রিকেট দল। একা দীপ্তি শর্মাই শেষ করে দিয়েছিলেন ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের ব্যাটিং লাইনআপকে।
৮ ওভার বোলিং করে মাত্র ৩২ রান দিয়ে একাই তুলে নিয়েছিলেন চার উইকেট। আর সেটাই কার্যত শেষ করে দিয়েছিল ব্রিটিশ বাহিনীকে। ইংল্যান্ডের তাবড় তাবড় তারকা ক্রিকেটারদের সাজঘরের রাস্তায় ফিরিয়ে দিয়েছিলেন দীপ্তি শর্মা। আর তাতেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের।