গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নারের ইনিংসটা আগেই অস্ট্রেলিয়ার জয়ের রাস্তাটা প্রশস্ত করে দিয়েছিল। বাকিটা ছিল বোলারদের কাঁধে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয় পেতে খুব একটা বেশী দেরী করতে হল না অস্ট্রেলিয়াকে। মাত্র ২১ ওবারের মধ্যেই নেদারল্যান্ডসকে শেষ করে দিল অস্ট্রেলিয়ার বোলাররা। ৯০ রানেই শেষ নেদারল্যান্ডস বাহিনী। ৩০৯ রানে জিতে সেমিফাইনালের পথে এঅনেকটাই অগ্রসর হয়ে গেল পাঁবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয় যে অস্ট্রেলিয়া শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে তাও বলার অপেক্ষা রাখে না।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে দিল্লিতে এদিন উঠেছিল ম্যাডম্যাক্স ঝড়। আর সেই ঝোরে ইনিংসটাই যে নেদারল্যান্ডসের ভাগ্য লিখে দিয়েছিল তা বলাই বাহুল্য। বিশ্বকাপের মঞ্চে দ্রুততম সেঞ্চুরীর রেকর্ড যেমন গড়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তেমনই ওপেনিংয়ে দুরন্ত সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নারও। এই দুই তারকা হাত ধরেই এদিন ডাচদের বিরুদ্ধে ৩৯৯ রানের বিরাট পাহাড় গড়ে তুলেছিল অজি বাহিনী। সেখানে তাদের বিরুদ্ধে ব্যাট হাতে নেমে কোনও প্রতিরোধই দেখাতে পারেননি নেদারল্যান্ডসের ব্যাটাররা।
৪০ বলে সেঞ্চুরী করে ম্যাচের সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকেো হারিয়ে দিয়ে সকলকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। সেই কারণে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ ঘিরেও সকলের উন্মাদনা ছিল দেখার মতো। কিন্তু শেষরক্ষা হল না। বরং নেদারল্যান্ডসের বিরুদ্ধেই বিশ্বকাপের মঞ্চে ইতিহাস তৈরি করেছে অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপে রানের নীরিখে সর্বোচ্চ রানে জিতে নতিুন ইতিহাস লিখেছে তারা। আর তাতেই আপ্লুত সকলে। ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার যে কাজটা শুরু করে দিয়েছিলেন, সেই কাজটাই সঠিকভাবে শেষ করলেন অ্যাডাম জাম্পা। বল হাতে তিনি একাই তুলে নিয়েছিলেন চার উইকেট।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সেখানেই ডেভিড ওয়ার্নার রুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। তাঁর সেঞ্চুরীতে ভর করে বড় রানের রাস্তাটা তৈরি করে ফেলেছিল অস্ট্রেলিয়া। এরপরই ব্যাট হাতে শেষ মুহূর্তে ঝড় তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরী করে নয়া রেকর্ড গড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯৯ রানে পৌঁছেছিল অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডসের ব্যাটাররা ক্রিজে দাঁড়াতেই পারেননি বেশীক্ষণ। বিক্রমজিত সিংয়ের ২৫ রান বাদ দিলে এদিন নেদারল্যান্ডসের কোনও ব্যাটারই ২০ রানের গন্ডী টপকাতে পারেননি। ৯০ রানেই থেমে গিয়েছে ডাচদের লড়াই। সেইসঙ্গেই ওডিআই বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও গড়ল অস্ট্রেলিয়া।